Select Page

শাকিবের কাছে প্রশ্ন নিয়ে লিফলেট! উত্তর আছে কী?

শাকিবের কাছে প্রশ্ন নিয়ে লিফলেট! উত্তর আছে কী?

শাকিব খানকে প্রশ্ন করে বুধবার এফডিসিতে বিলি করা হয়েছে লিফলেট।  এ নায়কের সাথে জাজ মাল্টিমিডিয়ার দ্বন্দ্ব, শুটিং সেটে দেরি করে আসা, নিজের পছন্দের শিল্পীদের নিতে বাধ্য করা, যৌথ প্রযোজনার ছবিকে বেশি প্রাধান্য দেওয়া ইত্যাদি বিষয়ে তার কাছে জবাব চাওয়া হয়। এছাড়া তাকে প্রশ্ন করা হয়— চলচ্চিত্রের প্রতি আপনার অঙ্গীকার কী?

তবে লিফলেটটি কারা প্রকাশ করেছে জানা যায়নি। উল্লেখ্য, শাকিবের সঙ্গে বাংলাদেশ চলচ্চিত্র পরিবারের দ্বন্দ্ব মিটে যাচ্ছে শিগগিরই। তখনই এ লিফলেট প্রচার করা হচ্ছে।

লিফলেটটির শিরোনাম— চিত্রনায়ক শাকিব খানের কাছে চলচ্চিত্র শিল্পের অন্যান্য সংগঠনের পক্ষ থেকে কিছু প্রশ্ন উথাপিত হলো যা মীমাংসিত হওয়া প্রয়োজন।

১. জাজ মাল্টিমিডিয়ার লোকজন দ্বারা আপনি আক্রান্ত ও লাঞ্চিত হওয়ার পর আমরা চলচ্চিত্রকর্মীরা প্রতিবাদী হলাম, রাস্তায় নামলাম, বিক্ষোভ করলাম এবং আন্দোলনের এক পর্যায়ে কর্মবিরতি পালন করলাম। এমনকি অভুক্ত চলচ্চিত্রকর্মীদের জন্য লঙ্গরখানার ব্যবস্থা করলাম। অথচ জাজ কেন আজ আপনার হলো? চলচ্চিত্রকর্মীরা আপনার চক্ষুশূল হলো। তার জবাব চাই।

২. আপনি যথা সময়ে শুটিং স্পটে উপস্থিত থাকেন না কেন? আপনার শুটিং আপনার ইচ্ছের উপর নির্ভর করে কেন? এসব স্বেচ্ছাচারিতার জবাব কী?

৩. আপনার অনুগত শিল্পী এবং কলাকুশলীদের কাজ করার জন্য প্রযোজনা সংস্থার উপর প্রভাব বিস্তার করেন কেন?

৪. আপনার স্বেচ্ছাচারি আচরণের জন্য ছবি নির্মাণ খরচ বেড়ে যাওয়ার কারণে অনেক প্রান্তিক শিল্পী কলাকুশলীগণ প্রাপ্তির বঞ্চনা শিকার হয়। চলচ্চিত্রের বর্তমান দুর্দিন বিবেচনা না করে আপনি সর্বক্ষেত্রে চরম স্বার্থপরতার পরিচয় দিয়ে থাকেন। আমাদের প্রশ্ন— চলচ্চিত্রের প্রতি আপনার অঙ্গীকার কী?

৫. যে চলচ্চিত্র শিল্প আপনাকে শাকিব খান বানিয়েছে— সেই চলচ্চিত্রের বিপক্ষে অবস্থা নিয়ে যৌথ প্রযোজনার নামে যৌথ প্রতারণার সাথে যুক্ত প্রতারকদের পক্ষ নিলেন কেন?


মন্তব্য করুন