Select Page

শাকিবের তৈলচিত্র

শাকিবের তৈলচিত্র

শাকিব খান অভিনীত ‘সত্তা’ মুক্তি পাচ্ছে ৭ এপ্রিল। হাসিবুর রেজা কল্লোলের সিনেমাটিতে ঢালিউডের এ সুপারস্টারের বিপরীতে আছেন কলকাতার পাওলি দাম। সম্প্রতি ‘সত্তা’র প্রচারণা উপকরণে যুক্ত হলো একটি তৈলচিত্র।

ছবিটি এঁকেছেন ভারতের রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের ছাত্র অসীম চন্দ্র রায়। তৈলচিত্রটি প্রকাশ করা হয়েছে শাকিবের অফিসিয়াল ফেসবুক পেজে।

এর আগে ‘সত্তা’র পোস্টার এঁকে সাড়া ফেলে দেন অসীম। একই ধরনের সাড়া পেল শাকিবের ছবিটি। এতে ‘সত্তা’র লুকে দেখা যায় শাকিবকে।


মন্তব্য করুন