Select Page

শাকিবের দুই ছবি থেকে বাদ পরিচালক হিমেল আশরাফ?

শাকিবের দুই ছবি থেকে বাদ পরিচালক হিমেল আশরাফ?

টিভি নাটকের নির্মাতা হিমেল আশরাফ বড়পর্দার জন্য নির্মাণ করেছিলেন ‘সুলতানা বিবিয়ানা’। বাপ্পী চৌধুরী ও আঁচল অভিনীত সেই ছবি প্রশংসিত হওয়ার পর তার সঙ্গে ঘুরে-ফিরে আসছিল শাকিব খানের নাম।

এরপর প্রায় অর্ধযুগ কেটে গেলেও শুটিং ফ্লোরে যায়নি কোনো ছবি। মাঝে মাঝে এসেছে একাধিক নামও। বর্তমানে ফিল্ম নিয়ে পড়াশোনা সূত্রে যুক্তরাষ্ট্র প্রবাসী হিমেল। অন্যদিকে গ্রিনকার্ড পেতে সে দেশে প্রায় স্থায়ী শাকিব।

সেখানেই তাদের পরপর দুই ছবির ঘোষণা আসে। এর একটি আবার সরকারি অনুদানপ্রাপ্ত।

সম্প্রতি ‘রাজকুমার’-এর প্রি-প্রডাকশনে দেশে আসেন হিমেল আশরাফ। এর ক’দিন আগেই ঘোষিত হয় অনুদানের ‘মায়া’র খবর।

এখন শোনা যাচ্ছে, দুই ছবির পরিচালকের আসন থেকে বাদ পড়তে পারেন হিমেল আশরাফ। বাংলাদেশ প্রতিদিনকে দেওয়া সাক্ষাৎকারে শাকিব একপ্রকার বিষয়টি স্বীকার করে নিলেন।

শাকিব বলেন, এই মুহূর্তে এ বিষয়ে বিস্তারিত কিছু বলতে চাই না। সময় হলেই সব জানাব। শুধু বলব সমৃদ্ধ কাজের স্বার্থে প্রয়োজনে অনেক কিছুরই পরিবর্তন হতে পারে।

‘রাজকুমার’-এর শুটিং প্রসঙ্গে বললেন, শিগগিরই শুরু হবে। এখন প্রি-প্রোডাকশনের কাজ, লোকেশন দেখা, স্ক্রিপ্ট চূড়ান্ত করা- এসব এগিয়ে নিচ্ছি। এটি যেহেতু আন্তর্জাতিক বাজারের জন্য বিগ বাজেটের একটি ছবি হতে যাচ্ছে, তাই সময় নিয়ে নিখুঁতভাবে ছবিটি নির্মাণ করতে চাই।

 এ ছাড়া জানালেন, ‘মায়া’র নাম পরিবর্তন হবে। কারণ এই নামে একটি ছবি দেশে নির্মাণ হয়েছে।

মাস খানেক আগে মহরতে জানানো হয়, ‘রাজকুমার’-এ নায়িকা হচ্ছেন আমেরিকান অভিনেত্রী কোর্টনি কফি। আর ‘মায়া’য় থাকবেন পূজা চেরি।


About The Author

Leave a reply