Select Page

শাকিবের নতুন সিনেমা ‘রাজা আমার নাম’

শাকিবের নতুন সিনেমা ‘রাজা আমার নাম’

shakib-khan

স্টাইলিশ নির্মাতা আশিকুর রহমানের ‘অপারেশন অগ্নিপথ’র প্রথম লটের শুটিং শেষে দেশে ফিরতে না ফিরতে শাকিব খানের নতুন একটি সিনেমার নাম জানা গেল।

কমল সরকারের কাহিনীতে ‘রাজা আমার নাম’ শিরোনামের মুভিটি পরিচালনা করবেন আবুল কালাম আজাদ।

ইতোমধ্যে শাকিবের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন প্রযোজক। সিনেমাটির নামও নিবন্ধন করা হয়েছে পরিচালক সমিতিতে।

সিনেমাটির নায়িকা সম্পর্কে জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে শাকিবের সর্বশেষ দুই সিনেমার পর ‘রাজা আমার নাম’-এও নায়িকা হতে যাচ্ছেন শবনম বুবলি।

এদিকে শাকিব জানিয়েছেন নিজের ব্যানারে ৫টি সিনেমা নির্মাণ করবেন। এর মধ্যে শামীম আহমেদ রনি পরিচালিত ‘প্রিয়া রে’তে শাকিবের বিপরীতে থাকবেন বুবলি।

এর আগে শাকিব অভিনয় করেছেন ‘রাজা বাবু’ ও ‘রাজা ৪২০’ সিনেমায়। সে ধারাবাহিকতায় দর্শক আবারো পাচ্ছে ‘রাজা’ দিয়ে আরেকটি সিনেমা।


মন্তব্য করুন