Select Page

শাকিবের বিপরীতে কোয়েল-নুসরাত

শাকিবের বিপরীতে কোয়েল-নুসরাত

শাকিব খান কলকাতার শ্রী ভেঙ্কটেশের সাথে বেশ কয়েকটি ছবি করবেন। একটির নায়িকা কোয়েল মল্লিক। নাম ঠিক না হওয়া ছবিটিতে আরেকজন নায়িকা থাকতে পারেন। সম্ভাব্য তালিকায় রয়েছে কলকাতার নুসরাত জাহান। সম্প্রতি পরিবর্তন ডটকমকে এমনটাই জানালেন শাকিব খান।

তিনি বলছিলেন, ‘আমার সাথে ভেঙ্কটেশ তিন-চারটি ছবি করবে। প্রথম ছবিটির টার্গেট ঈদুল ফিতর। এতে দুই নায়িকা থাকবে। এর মধ্যে কোয়েল চুক্তিবদ্ধ হয়েছে। আরেক নায়িকা হিসেবে নুসরাতের নাম বলছে তারা। সামনের সপ্তাহে আমি গিয়ে হ্যাঁ বললেই তাকে চূড়ান্ত করা হবে।’

ছবিটির নাম প্রথমে ‘বিদ্রোহী’ এবং পরিচালক হিসেবে কলকাতার রাজিবের নান শোনা গেলেও শাকিব জানালেন, নাম পরিবর্তন হবে এবং পরিচালক এখনো চূড়ান্ত হয়নি।

শ্রী ভেঙ্কটেশের সাথের ছবিগুলোতে বাংলাদেশ থেকে প্রযোজক হিসেবে শাকিবের নিজের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মস। তবে এ ব্যাপারে কিছুই বলেননি শাকিব।


মন্তব্য করুন