Select Page

শাকিবের লেখা গল্প থেকে সিনেমা ‘একটা প্রেম দরকার মাননীয় সরকার’

শাকিবের লেখা গল্প থেকে সিনেমা ‘একটা প্রেম দরকার মাননীয় সরকার’


বদিউল আলম খোকনের ‘রাজা হ্যান্ডসাম’ ছবির গল্প লেখার কথা ছিল শাকিব খানের। কিন্তু ছবিটি আর হয়নি। তাই বলে গল্প লেখার ইচ্ছা হারিয়ে যায়নি এই অভিনেতার!

কালের কণ্ঠ জানায়, বহুদিন ধরে একটি গল্প ভেবে রেখেছিলেন শাকিব। এবার লিখলেন ‘একটা প্রেম দরকার মাননীয় সরকার’।

এই নামে ছবিটি পরিচালনা করবেন শাহীন সুমন। সংলাপ ও চিত্রনাট্য করছেন দেলোয়ার হোসেন দিল। শাপলা মিডিয়া প্রযোজিত ছবিটির নাম এরই মধ্যে নিবন্ধন করা হয়েছে।

শাহীন সুমন বলেন, ‘শাকিবের গল্প ভাবনাটা দারুণ। দর্শক পছন্দ করবে। রোমান্টিক, অ্যাকশনের পাশাপাশি রয়েছে হাস্যরসও। শতভাগ মসলাদার ছবি হবে এটি। শবনম বুবলিকে ছবির নায়িকা করার কথা ভাবছি আমরা। শুটিং হবে কোরবানির ঈদের পরেই।’

তবে সিনেমাটির নায়িকা কে হচ্ছেন জানা যায়নি।

এদিকে শাহীন সুমনের পরিচালনায় ‘কমন্ডার’ নামের শাপলা মিডিয়ার আরেকটি ছবি করবেন শাকিব। এতে তার নায়িকা শবনম বুবলি।


মন্তব্য করুন