Select Page

শাকিবের সঙ্গে অভিনয়, কী বললেন দীপা খন্দকার?

শাকিবের সঙ্গে অভিনয়, কী বললেন দীপা খন্দকার?

টেলিভিশন নাটকে পরিচিত মুখ হলেও সিনেমায় প্রথমবার অভিনয় করলেন দীপা খন্দকার। শাকিব খানের বড় বোন চরিত্রে দেখা যাচ্ছে ভারতীয় সিনেমা ‘ভাইজান এলো রে’তে।

সম্প্রতি বাংলাদেশে মুক্তি পেয়েছে সিনেমাটি। ওই উপলক্ষে দেশের সংবাদমাধ্যমকে জানালেন শাকিবের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা।

শাকিব খানের সঙ্গে কাজের অভিজ্ঞতা কেমন? এ প্রশ্নে প্রথম আলোকে বলেন, ‘অন্য রকমের অভিজ্ঞতা। তার সঙ্গে এর আগে ২০০৩ অথবা ২০০৪ সালের দিকে মেরিল-প্রথম আলো পুরস্কার অনুষ্ঠানের পারফরম্যান্স করতে গিয়ে দু-একবার দেখা হয়েছিল। এতটুকুই। তাঁর সম্পর্কে আমার আগে থেকে কোনো ধারণা ছিল না। গত ৩ মার্চ কলকাতায় প্রথম এই ছবির শুটিং শুরু হয়। প্রথম দৃশ্যই ছিল আমার আর শাকিব খানের। কাজ করতে গিয়ে দেখলাম, খুবই পেশাদার অভিনেতা তিনি। ছবিতে তার সঙ্গে আমার অনেক দৃশ্য। ভালো কাজ, শুটিংয়ে সঠিকভাবে সময় দেওয়া, সহশিল্পীকে সহযোগিতা করা-কোনো কিছুতেই তাঁর বিরক্তি নেই।’

একই ধরনের প্রশ্নে জাগো নিউজকে বলেন, ‘দুর্দান্ত। শাকিবের সঙ্গে কাজ করে মনেই হয়নি যে তার সঙ্গে প্রথম কাজ করছি। নাটকের দিক থেকে আমি শাকিবের সিনিয়র। দেশের শীর্ষ নায়ক হয়েও সে আমাকে সবসময় আমার প্রাপ্য সম্মানটুকু দিয়েছে, রেসপেক্ট করেছে। আমি দাঁড়িয়ে থাকলে সে কখনো আমার সামনে বসেনি। আমাকে বসার ব্যবস্থা করে দিয়ে তারপর সে বসতো। ব্যক্তি হিসেবে শাকিব কেমন সেটা হয়তো আমি বলতে পারবো না তবে কাজের ক্ষেত্রে শাকিব অনেক সিরিয়াস। সহশিল্পীদের যথেষ্ট মূল্যায়ন করে।’

অভিনেতা শাকিব খানের একটি ভালো, একটি মন্দ দিক বলেন? এ নিয়ে প্রথম আলোকে দীপা বলেন, ‘ভালো দিক হলো শাকিব খান বুদ্ধিমান অভিনেতা। আর মন্দ দিক হলো পর্দায় নিজেকে নায়কোচিতভাবে উপস্থাপন করতে চান।’

দীপা আরো জানান, ভালো চিত্রনাট্য পেলে সিনেমায় আবারো কাজ করবেন।


মন্তব্য করুন