Select Page

শাকিবের সঙ্গে ববি, তবে…

শাকিবের সঙ্গে ববি, তবে…

‘নোলক’ চলচ্চিত্রে শাকিব খান ও ববি

# ‘নোলক’ মুক্তির আগে আবারও জুটিবদ্ধ হচ্ছেন শাকিবববি
# যে ছবির নাম শোনা যাচ্ছে, আগের ঘোষণা অনুযায়ী সেখানে আরও একজন নায়ক থাকবে পারেন
# ইফতেখার চৌধুরীর পরিচালনায় মার্চে শুটিং শুরু

শিগগিরই মুক্তি পেতে যাচ্ছে শাকিব খান-ববি জুটির ‘নোলক’। এবার শোনা যাচ্ছে আরেকটি সিনেমায় তারা এক হচ্ছেন। কিন্তু কিছু দিন এ সিনেমার নায়ক হিসেবে আরেকজনের নাম আসে সংবাদমাধ্যমে।

কালের কণ্ঠকে ববি জানান, ছবিটির নাম ‘জঙ্গি’। মার্চেই শুটিং। অথচ ডি এ তায়েবের বিপরীতে এ নামের সিনেমার মহরত হয় নভেম্বরে। তবে কি দুই নায়কের বিপরীতে অভিনয় করবেন ববি? এ বিষয়ে তিনি কিছুই বলেননি।

নায়িকা শুধু বললেন, ‘শাকিব ভাইয়ের সঙ্গে আমার প্রতিটি ছবি সুপারহিট ব্যবসা করেছে। দর্শক আমাদের পর্দা রসায়ন খুব পছন্দ করে। অ্যাকশন ঘরানার এই ছবি নির্মিত হবে জঙ্গিবাদের বিরুদ্ধে। পাণ্ডুলিপি হাতে পেয়েছি। গল্পটা বেশ জমজমাট। শেষ দৃশ্যের আগে দর্শক বুঝতেই পারবে না কী ঘটতে যাচ্ছে।’

এদিকে পরিচালক ইফতেখার বলেন, ‘এখন ছবিটির প্রি-প্রডাকশনের কাজ নিয়ে ব্যস্ত আছি। অ্যাকশন ঘরানার হওয়ায় অনেক কিছু ভেবে শুটিংয়ে নামতে হচ্ছে। বেশ কয়েকটি দৃশ্যে ভিএফএক্সের কাজ করতে হবে। সেগুলোরও প্রস্তুতি নিচ্ছি।’

শাকিব খানের সঙ্গে চারটি ছবি মুক্তি পেয়েছে ববির—‘হিরো দ্য সুপারস্টার’, ‘ফুল অ্যান্ড ফাইনাল’, ‘রাজাবাবু’ ও ‘রাজত্ব’। এর মধ্যে শেষ সিনেমাটির পরিচালক ইফতেখার।


মন্তব্য করুন