Select Page

শাকিব-অপুর গল্পে সিনেমা ‘অপুর সংসার’!

শাকিব-অপুর গল্পে সিনেমা ‘অপুর সংসার’!

শাকিব খানঅপু বিশ্বাসের জীবন কাহিনী নিয়ে ছবি নির্মাণের ঘোষণা দিয়েছেন প্রযোজক খুরশেদ আলম খসরু। ছবির নাম দেওয়া হয়েছে ‘অপুর সংসার’।

সোমবার বিকেলে অপু বিশ্বাস একটি টিভি চ্যানেলের সরাসরি সম্প্রচার অনুষ্ঠানে হাজির হয়ে শাকিব খানের সঙ্গে বিয়ে, সংসার ও বর্তমান অবস্থার কথা প্রকাশ করেন। এরপর তাঁদের জীবন কাহিনী নিয়ে ছবি তৈরির ঘোষণা দেন এ প্রযোজক। তাৎক্ষণিকভাবে বাংলাদেশ চলচ্ছিত্র পরিচালক সমিতিতে ছবির নামও লেখান প্রযোজক। ছবিটি পরিচালনা করবেন শাহীন সুমন।

প্রযোজক খুরশেদ আলম খসরু বলেন, ‘আমরা ধারণা করতাম যে, শাকিব-অপুর মধ্যে ব্যক্তিগত সম্পর্ক রয়েছে। কিন্তু তাদের সম্পর্ক এত দূর গড়াবে তা চিন্তা করতে পারিনি। বিষয়টি দুঃখজনক।’

তিনি বলেন, ‘আমরা তাৎক্ষণিক ছবি নির্মাণের সিদ্ধান্ত নিলাম। শাহীন সমুন ছবিটি পরিচালনা করবেন। ছবিতে শাকিব খানের ভূমিকায় কে অভিনয় করবেন এ বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। তবে অপু বিশ্বাসকে তার নিজের ভূমিকায় অভিনয় করার অনুরোধ করা হবে। তিনি রাজি হলে তাঁকে নিয়ে কাজ করা হবে। খুব শিগগিরই এ ছবির কাজ শুরু হবে।’

নিজের পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, ‘যদি অপু ও শাকিবের ঘটনার মিটমাট হয়ে যায়, তবে ছবিতে তাদের মিল দেখানো হবে। এছাড়া এটি বিরহের হবে। তবে কী ঘটবে, তা অপু নির্ধারণ করে দেবেন।’

ওই অনুষ্ঠানে অপু জানান, ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর তার ছেলের জন্ম। নাম রাখা হয়েছে আব্রাহাম খান জয়।

সূত্র : এনটিভি অনলাইন ও বাংলা ট্রিবিউন


মন্তব্য করুন