Select Page

শাকিব খানকে মিমের না

শাকিব খানকে মিমের না

shakib-mim

শাকিব খানের বিপরীতে কোনো ছবিতে অভিনয়ের প্রস্তাব আসলে সরাসরি ‘না’ করছেন বিদ্যা সিনহা মিম। কেন? এ বিষয়ে সম্প্রতি একটি প্রতিবেদন প্রকাশ করেছে প্রথম আলো

‘কানামাছি’, ‘ড্রিমগার্ল’সহ বেশ কয়েকটি সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন মিম। এ ছাড়া মৌখিকভাবে কয়েকটি ছবিতে অভিনয়ের কথা চূড়ান্ত হয়। কিন্তু তার কোনোটিই বাস্তবতার মুখ দেখেনি।

এ প্রসঙ্গে মিম বলেছেন, ‘শাকিবের বিপরীতে নতুন কোনো ছবিতে চুক্তি করে লাভ কী! শেষ পর্যন্ত তো কাজ হয় না। এর আগে মৌখিকভাবে চূড়ান্ত হওয়া এমনকি চুক্তিবদ্ধ হওয়ার পরও অনেক ছবির কাজই হয়নি। আবার এও দেখা গেছে; শেষমেশ নায়িকা পরিবর্তন হয়ে গেছে।’

তাই শাকিবের বিপরীতে প্রস্তাব আসলে সরাসরি ‘না’ করে দিচ্ছেন তিনি। মিম আরো বলেন, ‘আমি একজন অভিনেত্রী হিসেবে সবার সঙ্গেই কাজ করতে চাই। কিন্তু কাজ করতে গিয়ে এ ধরনের ঘটনা ঘটলে আমার জন্য অসম্মানের ব্যাপার হয়ে দাঁড়ায়। পরে বিভিন্ন পত্রিকায় খবর বের হবে, অমুক ‘‘ছবি থেকে মিম বাদ’’, ‘‘মিমের কারণে আটকে গেল ছবির কাজ’’— এ ধরনের খবরে নিজের ক্যারিয়ারের ক্ষতি হয়।’

তাহলে কি এর জন্য শাকিব খানই দায়ী? এমন প্রশ্নের জবাবে মিম বলেছেন, ‘এটা শাকিব খানই বলতে পারবেন। কোনো এক অদৃশ্য কারণেই বারবার এমনটি ঘটে থাকে। তবে এটুকু বলবো, এর পেছনে একজন নায়িকারও হাত থাকতে পারে।’

এ ব্যাপারে শাকিব খান বলেন, ‘আমি এ বিষয়ে কিছুই জানি না। কোনো ছবিতে আমার বিপরীতে কাজের জন্য মিম চুক্তি হয়েছিল কিনা, তা তো আমার জানা নেই। এগুলো মিমের মনগড়া কথাও হতে পারে। ভালো ছবিতে কাজের প্রস্তাব পেলে দুজনের এক সঙ্গে কাজ হতেই পারে।’

২০০৯ সালে শাকিব খানের বিপরীতে ‘আমার প্রাণের প্রিয়া’ ছবিতে অভিনয় করেন মিম।


মন্তব্য করুন