Select Page

শাকিব খানের দাড়িওয়ালা লুকে আমার গায়কী মিলবে: হাবিব ওয়াহিদ

শাকিব খানের দাড়িওয়ালা লুকে আমার গায়কী মিলবে: হাবিব ওয়াহিদ

হাবিব ওয়াহিদের গান বাড়তি আকর্ষণ তৈরি করে সিনেমায় । যার শুরু ‘হৃদয়ের কথা’ সিনেমার ‘ভালোবাসব বাসব রে’ থেকে। তবে হালে এ গায়ককে সিনেমায় কম পাওয়া যাচ্ছে। এছাড়া ঢাকার এক নম্বর নায়ক শাকিব খানের সঙ্গেও খুব একটা কাজ করেননি তিনি।

এ বিষয়ে হাবিব ওয়াহিদ গায়কীর সঙ্গে লুকের প্রসঙ্গ টানেন। তার মতে শাকিবের ক্লিন শেভড লুকের সঙ্গে তার ভয়েস যায় না। তবে এখনকার শ্রশ্রুমণ্ডিত চেহারার সঙ্গে যায়।

হাবিবের কাছে সাম্প্রতিক প্রশ্নটি ছিল- সিনেমার গানে ফিরবেন কবে?

উত্তরে বলেন, ‘বাংলাদেশে জনপ্রিয় যে হিরোরা সিনেমা করছেন, তাদের লিপে কেমন যেন আমার কণ্ঠ যায় না। এটা কেন যায় না আমি বলতে পারব না। সিনেমায় আমার দেওয়া বেশির ভাগ গানই হিট হয়েছে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে তাতে খুশি নই। মনে হয় আমার গানটি কণ্ঠে যায়নি। শাকিব খান যখন ক্লিন শেভড ছিলেন, তার লিপে আমার ভয়েসটা যেত না। এখন যে তাঁর দাড়িওয়ালা লুক, এই লুকে আমার ভয়েসটা যাবে।’

দেশের গণ্ডি পেরিয়ে কলকাতার সিনেমায়ও ব্যবহার হয়েছে হাবিবের গান। তবে তার ধারণা, দক্ষিণ ভারতীয় তারকাদের সঙ্গে তার ভয়েস ভালোই যায়।

হাবিব ওয়াহিদ বলেন, “আমার কেন যেন মনে হয়, সাউথ ইন্ডিয়ান হিরোদের সঙ্গে আমার ভয়েসটা সব সময় ভালো যায়। সবাই রাফ অ্যান্ড টাফ চেহারা। আমার ভয়েসটা একটু ‘হাস্কি’। অরিজিৎ সিংয়ের মতো সব নায়কের লিপেই আমার ভয়েসটা মিক্সড হয় না। আমাদের দেশের তো কালচার, ভাই আপনার সিনেমায় কাজ করতে হবে। কিন্তু দিনশেষে তো ভয়েসটা মিলতে হবে।” সাক্ষাৎকার কালের কণ্ঠ।


Leave a reply