Select Page

শাকিব খানের প্রশংসায় পঞ্চমুখ ‘রাজকুমার’-এর গীতিকাররা

শাকিব খানের প্রশংসায় পঞ্চমুখ ‘রাজকুমার’-এর গীতিকাররা

শাকিব খান অভিনীত ও হিমেল আশরাফ পরিচালিত ‘রাজকুমার’ দর্শকদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পেলেও এর গীতিকাররা প্রশংসায় পঞ্চমুখ। বিশেষ করে এ নায়কের অভিনয় তাদের ভীষণ মনে ধরেছে।

‘প্রিয়তমা’য় হিট ‘ঈশ্বর’ গানটি উপহার দিলেও এবার ‘বরদার’ দিয়ে হতাশ করেছেন প্রিন্স মাহমুদ। গীতিকার সোমেশ্বর অলির সঙ্গে বিরোধের কারণে গানটির জন্য কলম হাতে নেন। তবে সিনেমায় ব্যবহৃত অন্য গান ‘মা’ প্রশংসিত হলেও প্রকাশ্যে আসেনি।

গত বছর ‘প্রিয়তমা’ নিয়েও উচ্ছ্বাস প্রকাশ করেন প্রিন্স মাহমুদ। এবার প্রথম দিন ‘রাজকুমার’ দেখে লেখেন- ‘শাকিব খানের অভিনয় দেখে বরবাদ হয়ে গেছি। মনে হয়েছে সে মঞ্চ অভিনেতা। শিকারি থেকেও দুর্দান্ত!! প্রত্যেকটা ইমোশন এমনভাবে portray করা হয়েছে কী বলব? এমন ড্রামা মুভি বাংলাদেশে কমই দেখেছি … আর কোর্টনি কফি! অদ্ভুত অভিনয়, চোখ মন দুইই ভরে গেছে! হিমেল আশরাফ, আরশাদ আদনান তোমরা যে কী ঘটিয়ে ফেলেছ তোমরা নিজেরাও জাননা। অনেক ভালোবাসা।’

শাকিব খানের সিনেমায় এখন নিয়মিত গান লেখেন বিনোদন সাংবাদিক জাহিদ আকবর। তা সোশ্যাল মিডিয়া পোস্টে শাকিব বন্দনা প্রায়ই দেখা যায়। এবারের সিনেমায় তিনি লিখেছেন ‘নিশানা’ শিরোনামের গান।
‘রাজকুমার’ নিয় সাম্প্রতিক পোস্টে গীতিকার জাহিদ আকবর লেখেন, “রাজকুমার’ সিনেমাটা টেনে নিয়ে গেছেন শাকিব খানের অভিনয় আর সিনেমাটির গল্প। এক মুহূর্ত চোখ অন্যদিকে সরাতে দেননি। অভিনয়ে নিজেকে অন্য উচ্চতায় নিয়ে গেছেন শাকিব খান। যারা এতোদিন বলতেন তিনি অভিনয়ে তেমন দক্ষ না তারা দেখতে পারেন। পর্দায় কী দারুণ ইমোশনের ম্যাজিক তৈরী করলেন ক্ষণে ক্ষণে। ‘প্রিয়তমা’র চেয়েও ভালো অভিনয় করেছেন এই সিনেমায়। বিরতির আগে – পরে অভিনয়ে চোখ কেড়ে নিয়েছেন। ‘রাজকুমার’ মায়ের প্রতি একজন সন্তানের গভীরতম ভালোবাসার গল্প, দেশপ্রেমের, ভালোবাসার গল্প। হিমেল আশরাফ পরিচালক হিসেবে ‘প্রিয়তমা’কে ছাড়িয়ে গেলেন। দর্শক আপনাকে বিশ্বাস করবে। পর্দায় গল্পবলা শিখে গেছেন৷ মায়ের চরিত্রের অভিনেতী মাহিয়া মাহি বড় চমক দিয়েছেন। দীর্ঘদিন মনে থাকবে তার অভিনয়। শেষকথা, শাকিব খানের সিনেমায় তিনি ছাড়া আর কোনোকিছুই লাগেনা প্রমাণ দিলেন। প্রযোজক আরশাদ আদনানের ঝুলিতে আরেকটি সফল ছবির যোগ হচ্ছে।”

এদিকে ‘আমি একাই রাজকুমার’ লিখে সমালোচিত হয়েছেন ফেরারী ফরহাদ। তিনি ফেসবুকে লেখেন- ‘এটাও ইতিহাস হয়ে থাকবে ।
রাজকুমার দেখে মিছিল করে ক্ষমা চাইলেন । হিমেল মানেই এখন চলন্ত ইতিহাস । সাব্বাস ভাই আমার সাব্বাস ।

পাগলায় তিন দিন আগে যেকোনো একটা প্রসঙ্গে আমারে কয় – ভাই , আম্নে এতো কনফিডেন্স কেমনে পান!!!

আমি আমার ভাই ও বন্ধুদের সব সময় ইন্সপায়ার করি । পজিটিভ ভাবতে শিখাই । তাদের সন্মান করি । তাদের সফলতাই আমার সফলতা , তাদের সন্মান ই – আমার সন্মান । ব্যস এতটুকুই । মিস ইউ হিমেল 🤍 ।

সারাদেশে রাজকুমার এর জোয়ার । সবে তো শুরু পিকচার আভি বাকী হে মেরা দোস্ত । কারন – কলিজার বটু যার যতই শক্ত হোক না কেন – হিমেল কোপটা ঠিকই দিবে । জয় হোক আমাদের চলচ্চিত্রের, জয় হোক রাজকুমারের।’

এছাড়া টাইটেল গানের গীতিকার আসিফ ইকবাল গানের প্রশংসায় একাধিক পোস্ট দিয়েছেন। তবে সিনেমা নিয়ে তার পোস্ট দেখা যায়নি।


মন্তব্য করুন