Select Page

শাকিব-জয়ার সিনেমা দেখবেন সাকিব

শাকিব-জয়ার সিনেমা দেখবেন সাকিব

shakib-al-hasan

টি-টুয়েন্টি বিশ্বকাপে ২৫ মার্চ কলকাতায় পা দিয়েই জয়া আহসানকে ফোন করেন সাকিব। শাকিব খান-জয়া অভিনীত ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী টু’র স্টিল ও ভিডিও দেখে তিনি ভূয়সী প্রশংসা করেন। জানান, দেখতে চান সিনেমাটি।

সাকিব আল হাসান জানান, ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী’ সিরিজের প্রথম কিস্তি দেখা হয়নি। তবে সিক্যুয়ালটি দেখতে চান। কারণ ক্রিকেটের আবহে প্রেম কাহিনী বাংলাদেশের ছবিতে এর আগে কেউ দেখেনি।

সিনেমাটির কাহিনীকার রুম্মান রশীদ খান ইত্তেফাককে বলেন, জয়া আহসানের ভক্ত সাকিব আল হাসান এটা সবাই জানেন। এমনকি ঢাকায় সাকিবের যেকোনো অনুষ্ঠানে জয়া হাজির থাকেন। দুইজনের ভেতরে দারুণ এক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক।’

শাকিব-জয়ার আলোচিত সিনেমাটি মুক্তি পাবে ৮ এপ্রিল।


মন্তব্য করুন