Select Page

শাকিব নিজের ভুল বুঝতে পেরেছেন!

শাকিব নিজের ভুল বুঝতে পেরেছেন!

বদিউল আলম খোকন ও শাকিব খান। ‘প্রিয়া আমার প্রিয়া’, ‘নাম্বার ওয়ান শাকিব খান’, ‘মাই নেম ইজ খান’, ‘নিষ্পাপ মুন্না’, ‘বুক ফাটে তো মুখ ফোটে না’, ‘নিঃশ্বাস আমার তুমি’, ‘হিরো দ্য সুপারস্টার’, ‘রাজাবাবু’’সহ অনেক ব্যবসাসফল ছবির পরিচালক-নায়ক জুটি তারা।

# জানুয়ারিতে শাকিব খানকে নিয়ে শুটিং শুরু করে ঈদে সিনেমা মুক্তি দেবেন বদিউল আলম খোকন
# তাদের এক হওয়ার গুঞ্জন আগেও শোনা গেছে
# খোকন বলেন, মাঝখানে তার কিছু আচরণে চলচ্চিত্র পরিবার মনঃক্ষুণ্ন হয়েছিল। আমিও সরে দাঁড়িয়েছিলাম। এখন তিনি নিজের ভুল বুঝতে পেরেছেন

ঢাকাই সিনেমার এক নাম্বার নায়ক শাকিব খান। তাকে নিয়ে অন্যরা যা বলে বা তিনি নিজে যা বলেন তার কতটা সত্য আর কতটা গুঞ্জন- তা নিয়ে রয়েছে নানান জনের নানান মত। রাতারাতি উল্টো কথাও শোনা যায়। আগে কয়েকবার শোনা গেলে, সত্যতা মেলেনি তেমন একটি খবরের। আবারও বলা হচ্ছে বদিউল আলম খোকনের পরিচালনায় অভিনয় করতে চলেছেন শাকিব খান।

এ নায়কের ক্যারিয়ারের বেশির ভাগ হিট ছবির পরিচালক খোকন। ‘প্রিয়া আমার প্রিয়া’, ‘নাম্বার ওয়ান শাকিব খান’, ‘মাই নেম ইজ খান’, ‘নিষ্পাপ মুন্না’, ‘বুক ফাটে তো মুখ ফোটে না’, ‘নিঃশ্বাস আমার তুমি’সহ অনেক ব্যবসাসফল ছবির পরিচালক-নায়ক জুটি তারা।

শাকিব প্রযোজিত ‘হিরো দ্য সুপারস্টার’ পরিচালনা করেন খোকন; আবার এ পরিচালক প্রযোজিত ‘রাজাবাবু’তেও অভিনয় করেন শাকিব। কিন্তু ২০১৬ সালের পর দুজনকে আর একসঙ্গে দেখা যায়নি। দুজনের মধ্যে তৈরি হয় দূরত্ব। তারা পরস্পরকে নিয়ে প্রকাশ্যে অভিযোগও করেছেন।

অবশেষে অপেক্ষার পালা শেষ হচ্ছে রোজার ঈদে মুক্তি দেওয়ার লক্ষ্যে দুজন চুক্তিবদ্ধ হয়েছেন নতুন ছবিতে।

খোকন কালের কণ্ঠকে বলেন, ‘শাকিব ইন্ডাস্ট্রির সেরা নায়ক। তাকে নিয়ে কাজ না করার কোনো কারণ নেই। মাঝখানে তার কিছু আচরণে চলচ্চিত্র পরিবার মনঃক্ষুণ্ন হয়েছিল। আমিও সরে দাঁড়িয়েছিলাম। এখন তিনি নিজের ভুল বুঝতে পেরেছেন। আবার দেশি কলাকুশলীদের সমাদর করছেন। এটাকে সাধুবাদ জানানো উচিত। শাকিব আর আমার কোনো ফ্লপ ছবি নেই। আশা করি, সেই ধারাবাহিকতা আগামী দিনেও থাকবে। এখন গান ও গল্প লেখার কাজ চলছে। নিজেদের স্বার্থে এই মুহূর্তে প্রযোজনা প্রতিষ্ঠান ও ছবির নাম বলছি না। তবে জানুয়ারিতে শুটিং এবং ঈদে মুক্তি পাবে সেটা নিশ্চয়তা দিচ্ছি।’

এদিকে বর্তমানে ‘শাহেনশাহ’ সিনেমার শুটিং করছেন শাকিব খান। হাতে আছে ‘বসগিরি টু’। এছাড়া এ নায়ক সম্প্রতি খবর ছড়িয়েছেন কলকাতার চার সিনেমায় চুক্তিবদ্ধ হতে যাচ্ছেন। প্রশ্ন হলো, এত ব্যস্ততার মাঝে খোকনের জন্য সময় হবে তো?

বদিউল আলম খোকনের সর্বশেষ সিনেমা ‘অন্ধকার জগত’ মুক্তির মিছিলে রয়েছে। সিনেমাটি অভিনয় করেছেন ডিএ তায়েব ও মাহি। শোনা যাচ্ছে, শাকিব ও তায়েবের মধ্যে আজকাল বেশ ভালো সম্পর্ক।


মন্তব্য করুন