Select Page

শাকিব শুধু ভেঙ্কটেশের

শাকিব শুধু ভেঙ্কটেশের

ঢালিউড সুপারস্টার শাকিব খানকে নিয়ে কলকাতার দুই প্রতিষ্ঠান এসকে মুভিজ ও শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের লড়াই কে না জানে! সে লড়াইয়ে জিতল ভেঙ্কটেশই।

একাধিক সূত্রে জানা গেছে আগামী দুই বছরের জন্য শাকিবকে চুক্তিবদ্ধ করিয়েছে এ প্রতিষ্ঠান। তাই এ সময়ে অন্য কোনো প্রতিষ্ঠান তার শিডিউল পাবে না। এমনকি দেশি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি থাকা সিনেমাগুলো শেষ হতেও দুই বছরের বেশি সময় লেগে যাবে।

সাধারণত ঈদের সিনেমা নিয়ে স্থানীয় প্রযোজকরা আগ্রহ দেখান বেশি। কারণ দুই ঈদের সিনেমা লগ্নি উঠিয়ে লাভের মুখ দেখে। এবার থেকে ঈদে মুক্তি পাবে শাকিব অভিনীত ভেঙ্কটেশের সিনেমা। পরপর চার ঈদে এমনটা ঘটবে।

ধারণা করা হচ্ছে, দেশি নির্মাতারা এখন থেকে প্রধান দুই উৎসবে পিছিয়ে থাকবেন, যদি না নতুন কোনো চমক তারা নিয়ে আসতে পারেন।

আরো শোনা যাচ্ছে, ভেঙ্কটেশ ইতোমধ্যে এক কোটি টাকারও বেশি পারিশ্রমিক দিয়েছে শাকিবকে।

এদিকে মুক্তির অপেক্ষায় আছে জাজ মাল্টিমিডিয়া ও এসকে মুভিজের ‘নবাব’। কথা উঠেছে সিনেমাটি ঈদে মুক্তি পাবে। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে সংবাদমাধ্যমকে কয়েকদিন আগে জানান, এটা ঈদের সিনেমা হিসেবে মুক্তি পায়নি।

তবে ভেঙ্কটেশের সঙ্গে দেশিয় প্রযোজক হিসেবে কারা থাকছে এখনো প্রকাশ করা হয়নি।


Leave a reply