Select Page

শাকিব-শুভ মুখোমুখি

শাকিব-শুভ মুখোমুখি

69451_e8গেল রোজার ঈদ চলচ্চিত্রে অঙ্গনে বেশ উত্তেজনায় কেটেছিল। সেবার শাকিব-অনন্ত মুখোমুখি হয়েছিলেন পর্দা যুদ্ধে। সে যুদ্ধে বলা হচ্ছে দুইজনেই জিতেছেন। সামনের কোরবান ঈদে আসছে নতুন যুদ্ধ। এই ঈদে মুখোমুখি হচ্ছেন শাকিব খানআরেফিন শুভ। এই যেন নতুন ও পুরাতনের যুদ্ধ।

দু’জনেরই একাধিক ছবি ঈদে মুক্তির জন্য প্রস্তুতি নিচ্ছে।  এরমধ্যে আবার একটি ছবিতে দুইজনেই অভিনয় করছেন। সাফিউদ্দিন সাফির ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী’। এই ছবি হতে যাচ্ছে ঈদের অন্যতম আকর্ষন।

মুক্তির মিছিলে রয়েছে শুভ অভিনীত ‘ভালোবাসা জিন্দাবাদ’, ‘ছায়া-ছবি’ এবং ‘অগ্নি’। অন্যদিকে শাকিব খানের মুক্তির মিছিলে রয়েছে ‘ফুল এন্ড ফাইনাল’ এবং ‘এইতো প্রেম’।

চলচ্চিত্রপাড়ায় এই পর্দাযুদ্ধে কে জয়ী হবেন এ নিয়ে আড্ডায় ঝড়ও উঠছে। অনেকেই বলছেন শাকিব খানের সময় শেষ। শুভর মতো সুদর্শন মানানসই নায়কের চলচ্চিত্রে আগমনই জানান দেয় পাল্টে গেছে চলচ্চিত্র এবং দর্শক ও নির্মাতাদের রুচি। অন্যদিকে বলা হচ্ছে, শাকিব খানের কারণে এখনও দর্শক হলমুখী হন।

এখন অপেক্ষার পালা। দেখা যাক এই পর্দা যুদ্ধে কার ভাগ্যে কি আছে!

সুত্র: মানবজমিন


৩ টি মন্তব্য

 1. ShifanDotMovie

  “অনেকেই বলছেন শাকিব খানের সময় শেষ ” এই কথা
  টি সব ঈদেই বলা হয় ।মজার ব্যাপার হল প্রতি ঈদেই শাকিবের ছবি সেরা ব্যবসা সফল হচ্ছে । আর শুভ ?? শাকিবের সাথে ওর তুলনা দেওয়াই বোকামি ।কারন -এখনও শুভ প্রমানিত নায়ক না ।প্রমানিত নায়করাই শাকিবের ধারে কাছে নাই ।আগে ছবি রিলিজ হোক তার পর দেখা যাবে তাকে সবাই নায়ক হিসেবে গ্রহণ করেছে কিনা ,জেতা না জেতা তো দূরের ব্যাপার ।তবে শুভর জন্য আমার আন্তরিক শুভ কামনা ।

 2. soyeb

  আমি Shifan এর সাথে একমত কারণ শুভর কোন ব্যনিজ্যিক সিনেমা এখনো পর্যন্ত মুক্তি পায় নি । মুক্তি পেলে শুভর অবস্থান বোঝা যেত । তবে শুভর জন্য অনেক অনেক শুভকামনা রইল ।

 3. মেহেদী হাসান মানিক

  সময়ই সবকিছু বলে দিবে। শুধু অপেক্ষার পালা। একজনের সময় সব সময় থাকে না। শাকিব খান অনেকদিন রাজত্ব করেছে । আসলে এখন সিনেমা দেখার প্রতি মানুষের ঝোক কমে গেছে। একই কাহিনি বারবার দেখতে দেখতে মানুষের একগেয়েমি পেয়ে বসেছে।শাকিব শুভকে নিয়ে বিতর্কে যেতে চাই না। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, মনপুরা এই রকম ছবিগুলার দর্শক প্রিয়তা দেখলে মনেহয় ভাল ছবি হলে মানুষ এখনও হলে যাবে।নিঃস্বার্থ ভালবাসা ত আইএমডিবিতে ভাল র‍্যাঙ্ক পেয়েছে। শাকিবের দ্বারা সেইরকম ভাল ছবি উপহার দেয়া সম্ভব হচ্ছে না অবশ্য সে জন্য শাকিবকেই শুধু দায়ী করা যায় না। তবু ভাল সে দর্শক ধরে রেখেছে। ভুলে গেলে চলবে না শাকিব কিন্তু প্রথম দিকে তৃতীয় শ্রেনীর নায়িকাদের সাথে অভিনয় করেছে আজ তার কোথায় অবস্থান। উত্থান পতন ত থাকবেই সেটাই মেনে নিতে হবে।

মন্তব্য করুন