Select Page

শাকিব-সিয়াম-নিশোকে নিয়েও ভাবা হচ্ছে

শাকিব-সিয়াম-নিশোকে নিয়েও ভাবা হচ্ছে

কপ ক্রিয়েশনসের ব্যানারে নির্মিত ‘মিশন এক্সট্রিম’ বেশ ভালো করছে দেশ-বিদেশের সিনেমা হলে। আরিফিন শুভ অভিনীত এ ছবি দেখতে প্রেক্ষাগৃহে আসতে দর্শকদের অনুরোধ করেছেন শাকিব খান। এ নিয়ে বেশ চর্চা চলছিল কয়েকদিন।

বলা হচ্ছিল, সানী সানোয়ারের পরের ছবিতে থাকতে পারেন নাম্বার ওয়ার নায়ক। এবার এ পুলিশ কর্মকর্তা ও পরিচালক জানালেন, তেমনটা হতেও পারে। এমনকি শাকিব-শুভ ছাড়াও তাদের ভাবনায় আছেন সিয়াম আহমেদ, শরিফুল রাজ ও আফরান নিশো। এর মধ্যে অনেকদিন ধরে ভক্তরা সিনেমায় চাইছেন নিশোকে।

‘মিশন এক্সট্রিম’ প্রসঙ্গে এক দীর্ঘ পোস্টের শেষে তিনি বলেন, করোনায় থমকে যাওয়া কপ ক্রিয়েশনের চারটি সিনেমা প্রজেক্ট অচিরেই শুরু হতে যাচ্ছে। ইচ্ছা আছে গুণীদের নিয়ে কাজ করার। এসবে থাকতে পারেন শাকিব খান, সিয়াম আহমেদ, শরিফুল রাজ, আফরান নিশোসহ আরও কয়েকজন মেধাবী শিল্পী (যদি সবকিছু ব্যাটে-বলে মিলে যায়)। আর, আরিফিন শুভ তো আছেনই।

আরও জানান, আগামী ঈদে মুক্তি পাবে ‘মিশন এক্সট্রিম ২’। যেখানে মিলবে প্রথম কিস্তিতে থেকে যাওয়া প্রশ্নের উত্তর।


মন্তব্য করুন