Select Page

শান নয়, ইমরানই থাকছে মেন্টালে

শান নয়, ইমরানই থাকছে মেন্টালে

imran_bg_292742301

একটি গানকে কেন্দ্র করে পরস্পরবিরোধী কথা বলে গত কয়েকদিনে আলোচনার খোরাক হয়েছিলেন গায়ক ইমরান ও ‌‘মেন্টাল’ চলচ্চিত্রের প্রযোজক পারভেজ চৌধুরী। এবার জানা গেল তাদের মধ্যকার ‘ভুল বোঝাবুঝির’ অবসান হয়েছে। এক বৈঠকে সিদ্ধান্ত হয় শানের গাওয়া গান নয়, ইমরান নতুন একটি গান ব্যবহৃত হবে চলচ্চিত্রটিতে।

গীতিকার জাহিদ হাসান অভির অফিসে রবিবার রাত ৮টার দিকে ওই বৈঠকে উপস্থিত ছিলেন ‘মেন্টাল’ পরিচালক শামীম আহমেদ রনি, প্রযোজক পারভেজ চৌধুরী, কালের কণ্ঠের রবিউল ইসলাম জীবন, গীতিকার জাহিদ আকবর, শফিক তুহিন, জাহিদ হাসান অভি, প্রথম আলোর শফিক আল মামুন, মানব জমিনের ফয়সাল রাব্বিকীন, অভি কথাচিত্রের কর্ণধার কামাল হাসান প্রমুখ।

বৈঠকে সিদ্ধান্ত হয় ‘বলতে বাকি কত কি’ গানটি ‘মেন্টাল’ চলচ্চিত্রে ব্যবহার করা হবে না। এর বদলে ইমরান নতুন একটি গান করবেন। এ প্রসঙ্গে ইমরান বলেন, আমাদের সকল প্রকার দ্বন্দ্ব, ভুল বোঝাবুঝির অবসান হয়েছে। বন্ধুত্বপূর্ণ পরিবেশ আমরা কথাবার্তা বলে সব ঠিক করে নিয়েছি। আশা করছি নতুন গানটি হবে ‘মেন্টাল’ ছবির সবচেয়ে জনপ্রিয় গান।

পারভেজ চৌধুরী বলেন, কোন সমালোচনা ছাড়া আমরা বন্ধু হয়ে গেলাম, তাই মাঝে মাঝে এমন অভিমান আসলে সম্পর্কের জন্যে ভালো তো। সবাই আমাদের জন্যে দোয়া করবেন। আর আজকের পরে কেউ এই গানের ব্যাপারে কোন কিছু আলাপ-আলোচনা না করার অনুরোধ করছি।

সম্প্রতি ‘বলতে বাকি কত কি’ শিরোনামের একটি গান নিয়ে ইমরান ও পারভেজ চৌধুরী পরস্পরের বিপরীতে বক্তব্য দেন। ইমরানের দাবি গানটির সুর তার করা। অন্যদিকে পারভেজ চৌধুরীর দাবি গানটির সুর করেছেন কলকাতার ডাব্বু।

সূত্র : ঢালিউড২৪.কম


মন্তব্য করুন