Select Page

শাপলা মিডিয়ার প্রযোজনায় পরিচালক মিলন

শাপলা মিডিয়ার প্রযোজনায় পরিচালক মিলন

অনেক দিন ধরে শোনা যাচ্ছিল, তিনটি ছবি প্রযোজনা করছেন অভিনেতা আনিসুর রহমান মিলন। আপাতত সে পরিকল্পনা স্থগিত রেখে শাপলা মিডিয়ার ব্যানারে পরিচালনায় নাম লেখাচ্ছেন তিনি।

কালের কণ্ঠ এক প্রতিবেদনে জানায়, ‘লাল বাক্স’ নামের ছবিটির গল্পও তাঁর। সংলাপ ও চিত্রনাট্য করছেন মাসুম রেজা। এর মধ্যে বেশির ভাগ প্রি-প্রডাকশনের কাজ সম্পন্ন হয়েছে। বাকি আছে গান রেকর্ডিং। লকডাউন শেষ হলে সেটাও শুরু করতে চান মিলন। সেপ্টেম্বরে করতে চান শুটিং।

পরিচালনা করলেও ছবিটিতে অভিনয় করবেন না মিলন।

তিনি বলেন, “ছবি নির্মাণ করতে গেলে অনেক ধরনের চাপ থাকে। ইউনিট সামলানো থেকে শুরু করে শিল্পীদের কাছ থেকে সেরাটা আদায় করা—এত কিছু করে নিজে অভিনয় করাটা সহজ হবে না। ‘লাল বাক্স’ প্রযোজনা করছেন সেলিম খান। পরিবেশনা করবে সিনেবাজ অ্যাপস। সেলিম খান আমাকে প্রথমবার চলচ্চিত্র পরিচালক হওয়ার সাহস যুগিয়েছেন। তাঁর কাছে কৃতজ্ঞ। অভিনয়ে বরাবর যেমন দর্শকদের মন জয় করেছি, পরিচালক হিসেবেও সেটা বজায় রাখতে চাই।”

‘লাল বাক্স’-এর শুটিং শেষ হলেই নিজস্ব প্রযোজনায় মনোযোগ দেবেন মিলন।

নাটকের পাশাপাশি সিনেমায় দেখা যায় অভিনেতাকে। সম্প্রতি মেহেদী হাসানের পরিচালনায় ‘নদীর জলে শাপলা ভাসে’ নামের একটি সিনেমার ডাবিং শেষ করেছেন মিলন। নঈম ইমতিয়াজ নেয়ামুলের ‘গাঙচিল’ এবং সাইফ চন্দনের ‘ওস্তাদ’ নামের দুটি ছবিতেও অভিনয় করছেন।


মন্তব্য করুন