Select Page

শাপলা মিডিয়ার ভরসা এখনো শাকিবই

শাপলা মিডিয়ার ভরসা এখনো শাকিবই

শাকিব খানের সঙ্গে একের পর এক ছবি দিয়ে প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার উত্থান। এর জোরে নানা সময়ে অন্য প্রতিষ্ঠানের ছবি রুখতে চেয়েছে, আমদানির বিরুদ্ধে অবস্থান নেয়। এখন শাকিবহীন সময়েও এই নায়কই তাদের ভরসা।

শাপলার সঙ্গে শাকিবের নতুন ছবির সম্ভাবনা না থাকলেও মুক্তির অপেক্ষায় আছে দুটি ছবি। জানা গেছে, এই ছবি দুটির লোভ দেখিয়ে হল ছিনতাই করে প্রতিষ্ঠানটি।

শাপলা মিডিয়া ভারত থেকে আমদানি করে শুক্রবার মুক্তি দিয়েছে দেবের ‘পাসওয়ার্ড’। একই দিন মুক্তি পাওয়া ‘ইন্দুবালা’র পরিচালক জয় সরকার অভিযোগ তোলেন হল কেড়ে নেওয়ার।

কালের কণ্ঠকে তিনি বলেন, “২৬ নভেম্বর পর্যন্ত ৩০টি হল বুকিং করেছিল আমার ছবি ‘ইন্দুবালা’। বাকি দুই দিনে আরো ১০টি হল বাড়ার কথা, কিন্তু বুধবার রাতেই সব হিসাব বদলে গেছে। হঠাৎ ‘পাসওয়ার্ড’ এসে মাথায় বাড়ি দিল। ছবিটির আমদানিকারক প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার হাতে আছে শাকিব খানকে নিয়ে নির্মাণাধীন দুটি ছবি—‘একটু প্রেম দরকার’ ও ‘শাহেনশাহ’। যদি হল মালিকরা ‘পাসওয়ার্ড’ না চালান তাহলে পরবর্তীতে শাকিব অভিনীত ছবি দুটি তাঁদের দেওয়া হবে না বলে হুমকি দেয় প্রতিষ্ঠানটি। হল মালিকরা ভয় পেয়ে আমার ছবির বুকিং বাতিল করেছেন। আমি আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হলাম। যশোরের ‘মণিহার’-এর মতো হলও বুকিং করে পরে টাকা ফেরত নিয়েছে। একজন নবীন পরিচালক হিসেবে এটা আমার কাছে অনেক কষ্টের।”

এ দিকে শাপলা মিডিয়ার অফিস ব্যবস্থাপক রুদ্র বলেন, ‘আমরা বেশ আগেই ছবি মুক্তির ডেট নিয়ে রেখেছিলাম। এটি বড় বাজেটের ছবি, দেবের ভক্তও অনেক এই দেশে। হল মালিকরা এই ছবি প্রদর্শন করতে চাইবেন, এটাই তো স্বাভাবিক। এখানে অন্য কোনো ব্যাপার নেই।’

প্রযোজক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু বলেন, “ইন্দুবালা’ পরিচালকের বেদনাটা বুঝি, কিন্তু কিছু করার নেই। একটা প্রতিষ্ঠানের হাতে যদি তিনটি ছবি তৈরি থাকে সে তো সুবিধা আদায় করবেই। এমনিতেই ছবির নির্মাণ কমে গেছে। এর মধ্যে কোনো হল মালিক চাইবে না শাকিবের ছবি নিয়ে ঝুঁকি নিতে। অবশ্য ‘ইন্দুবালা’ যদি ছবি ভালো হয় তাহলে পরের সপ্তাহে হল পাবে বলে মনে করছি।”

সম্প্রতি দেবকে নিয়ে একক প্রযোজনার ছবির ঘোষণা দিয়েছে শাপলা মিডিয়া, নাম ‘মিশন সিক্সটিন’। সামনের বছরের শুরুতে শুটিং ফ্লোরে যেতে ছবিটি। এ ছাড়া মুক্তির অপেক্ষায় প্রতিষ্ঠানটির কর্ণধার সেলিম খানের ছেলে শান্ত খান অভিনীত ‘প্রেম চোর’ ও ‘বিক্ষোভ’।


অামাদের সুপারিশ

মন্তব্য করুন

ই-বুক ডাউনলোড করুন

BMDb ebook 2017

Coming Soon
২০২০ সালে বাংলা চলচ্চিত্রের অবস্থা কেমন হবে?
২০২০ সালে বাংলা চলচ্চিত্রের অবস্থা কেমন হবে?
২০২০ সালে বাংলা চলচ্চিত্রের অবস্থা কেমন হবে?

সাম্প্রতিক খবরাখবর

[wordpress_social_login]

Shares