Select Page

শাবনূরকে শর্ত দিয়েছে জাজ

শাবনূরকে শর্ত দিয়েছে জাজ

# জাজ মাল্টিমিডিয়ার বিভিন্ন অনুষ্ঠানে নিয়মিতই হাজির থাকেন শাবনূর
# প্রতিষ্ঠানটির ব্যানারে তিনি অভিনয় করছেন এমন গুঞ্জনও রয়েছে
# জাজের কর্ণধারের কথায় তার সত্যতা মিলেছে
# তবে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে একটি শর্ত দেওয়া হয়েছে। তা পূরণ হলেই মার্চে শুটিং

প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে ভালো সম্পর্ক শাবনূরের। জাজের যেকোনো অনুষ্ঠানে আমন্ত্রণ। সময়-সুযোগমতো হাজিরও হন। অনেক দিন ধরে কানাঘুষা চলছিল, জাজের ছবিতে দেখা যাবে  অভিনেত্রীকে।

এবার তার সত্যতা জানালেন প্রতিষ্ঠানটির কর্ণধার আব্দুল আজিজ। জানালেন, মার্চে সিনেমাটির শুটিং হতে পারে। তবে বিষয়টি শর্ত সাপেক্ষে।

আব্দুল আজিজ বলেন, “শাবনূরের সঙ্গে আমাদের কথা হয়েছে। তাঁকে নিয়ে কাজ করতে গেলে ভালো ও বড় চরিত্রের প্রয়োজন। সেটা তৈরি করতে একটু সময় লাগছে। আশা করছি, মার্চে শুটিং করতে পারব। ছবি ও পরিচালকের নাম ঘোষণা করব তখনই। তবে এখানে একটা ‘কিন্তু’ আছে। শাবনূরকে শর্ত দিয়েছি, স্লিম তাঁকে হতেই হবে। মানে স্বাস্থ্য কমলেই শুটিং।”

সম্প্রতি শাবনূরের প্রথম সিনেমা ‘চাঁদনী রাতে’ মুক্তির ২৫ বছর পূর্ণ হয়েছে। অনেকদিন তিনি সিনেমায় না থাকলেও দিনটি ভক্ত-দর্শকরা তাকে স্মরণ করেছেন।

এছাড়া সর্বশেষ কয়েক বছরে বার বার তার বড়পর্দায় ফেরার গুঞ্জন শোনা গেছে। কিন্তু ওজন বেড়ে যাওয়ার অজুহাত নায়িকা পরিচালকদের ফিরিয়েছেন। এমনকি তার কারণে মোস্তাফিজুর রহমান মানিকের একটি সিনেমা অসমাপ্ত রয়ে গেছে। এখন দেখার বিষয় শাবনূরকে সিনেমায় ফেরাতে পারে কিনা জাজ!

সূত্র : কালের কণ্ঠ


মন্তব্য করুন