Select Page

শাবনূরের সদস্য পদ স্থগিত

শাবনূরের সদস্য পদ স্থগিত

প্রায় চার বছর আগে ‘থ্রি ইডিয়টস’ নামের  ছবি পরিচালনার ঘোষণা দিয়েছিলেন অভিনেত্রী শাবনূর। সেই লক্ষ্যে বাংলাদেশ সহকারী পরিচালক সমিতির সদস্য পদ নিয়েছিলেন তিনি। কিন্তু গতকাল জহির রায়হান কালার ল্যাবে সমিতির সাধারণ সভায় শাবনূরের সদস্য পদ বাতিল করা হয়। খবর কালের কণ্ঠ।

এর কারণ হিসেবে সমিতির সভাপতি এস আই ফারুক বলেন, ‘শাবনূর একজন গুণী শিল্পী। তার আবেদনের পরিপ্রেক্ষিতে আমরা সদস্য হিসেবে স্বীকৃতি দিই। কিন্তু এর পর থেকে আর কোনো যোগাযোগ নেই তার।’

তিনি আরো বলেন, ‘শাবনূরের পাশাপাশি অভিনেতা অমিত হাসান ও সানী-মৌসুমী দম্পতির ছেলে স্বাধীন আমাদের সদস্য হয়েছিলেন। তাঁরা নিয়মিত সমিতির কর্মকাণ্ডের সঙ্গে জড়িত আছেন। স্বাধীন আমেরিকা থেকে আমাদের সঙ্গে যোগাযোগ রাখেন। অথচ শাবনূর দেশে এলেও সমিতির কোনো বৈঠকে অংশ নেন না। তাই সমিতির সদস্যদের মত নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

শাবনূর বর্তমানে অস্ট্রেলিয়ায় রয়েছেন। দীর্ঘদিন ধরে থাইরয়েড রোগে ভুগছেন তিনি।


মন্তব্য করুন