Select Page

বন্ধুর জন্য শাবনূরের নির্বাচন

বন্ধুর জন্য শাবনূরের নির্বাচন

শিল্পী সমিতির নির্বাচনে মিশা সওদাগর-জায়েদ খান প্যানেলের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছিলেন ওমর সানী-ফেরদৌস। সেভাবে জোর প্রচারণাও চলছিল। কিন্তু হুট করে নির্বাচন না করার সিদ্ধান্ত নিয়েছেন ফেরদৌস। কলকাতা এবং বাংলাদেশে টানা শুটিং থাকায় সময় দিতে পারছেন না তিনি। তাই ওমর সানীর কাছে নিজের বদলে বন্ধু শাবনূরের নাম প্রস্তাব করেছেন।

ফেরদৌসের প্রস্তাব লুফে নিয়েছেন সানী। শাবনূরও রাজি। সেক্রেটারি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন শাবনূর।

এ বিষয়ে শাবনূর কালের কণ্ঠকে বলেন, ‘এ মাসেই দেশে ফিরছি। মৌসুমীর সঙ্গে কথা হয়েছে। নির্বাচনসংক্রান্ত নানা বিষয়ে আলোচনা হয়েছে। দেশে ফিরেই ঘোষণা দেব। ’


মন্তব্য করুন