Select Page

শাবানার অনুরোধ

শাবানার অনুরোধ

image_55023পবিত্র রমজানে টেলিভিশন চ্যানেলে নিজের অভিনীত কোন ছবি প্রদর্শন না করতে অনুরোধ জানিয়েছেন এক সময়ের জনপ্রিয় নায়িকা শাবানা

চলচ্চিত্র ছেড়ে দিয়ে শাবানা দীর্ঘদিন নিভৃতে প্রবাস জীবন যাপন করছেন। এছাড়াও তিনি নিজের জীবনযাত্রার আঙ্গিকও বদলে ফেলেছেন। তাকে খুব একটা জনসম্মুখে দেখা যায় না।

শাবানার কথায়, ‘আমি অনুরোধ করব আমার পুরোনো সিনেমাগুলো যাতে আর তারা কখনোই না প্রচার করে। তবে এটাও যদি সম্ভব না হয়, তবে যেন অন্তত এই রমজান মাসে প্রচার না করা হয়। কারণ, এখন এই বয়সে এসে নিজের এই চরিত্রগুলো দেখলে বিব্রত হতে হয়। এ ছাড়া আমি নিজেও আমার লাইফস্টাইল বদলে নিয়েছি। জানি দর্শকদের ভালোবাসাতেই আজ আমি শাবানা হয়েছি। কিন্তু সবকিছু তো একটা সময়ের সৌন্দর্যের ওপরেও নির্ভর করে। তাই এটা আমার একান্ত অনুরোধ।’

সুত্র: দৈনিক ইত্তেফাক


২ টি মন্তব্য

 1. কেমনে কি?
  উনি ইচ্ছা কর্লেই উনার প্রযোজনা অফিস থেকে যেসব মুভি বানিয়েছেন সেসব মুভি দেখানো বন্ধ করে দিতে পারেন।

  কিন্তু বাকি মুভিগুলা তো অন্য প্রযোজকের।সেটা তাদের উপরেই নির্ভর করে বলে মনে হয়।আর শাবানার পুরাতন মুভি যদি না দেখানো হয় তাহলে দেখাবেই বা কাদেরটা?এত এত সামাজিক মুভি করেছেই বা কে?

  হ্যা উনার নাচানাচি করা কিছু মুভি আছে সেইসব বন্ধ করে দেওয়ার পক্ষে আমিও।উনার সম্মানার্থে।কিন্তু যেসব মুভিতে উনার ইমেজ সমাজের অবহেলিত মা/বৌ আর মেয়ের সেসব মুভি বন্ধের পক্ষে না আমি।

  এক অচেনা সত্যমিথ্যা মরনের পড়ে বাংলার মা দেশনেত্রী দুই পয়সার আলতা এইসব মুভি দেখানো বন্ধ করার কথা কোন সিনেমাপ্রেমি ই চিন্তা কর্তে পারেন না!

  ধন্যবাদ!

 2. সওদাগর

  শাবানা ও কবরী প্রায় সমসাময়িক অভিনেত্রী। আশ্চর্য লাগে দুইজন পুরো দুই ধরনের পথে হেটেছেন 😛

মন্তব্য করুন