Select Page

শার্লক হোমসের গল্প নিয়ে রাজুর ‘জ্বালা’

শার্লক হোমসের গল্প নিয়ে রাজুর ‘জ্বালা’

Zakir-Hossain-Raju

পরিচালক জাকির হোসেন রাজুর নতুন চলচ্চিত্রের নাম ‘জ্বালা’। শুক্রবার সন্ধ্যায় শ্রুতি রেকর্ডিং স্টুডিওতে গান রেকর্ডিংয়ের মাধ্যমে এ চলচ্চিত্রের কাজ শুরু করেন তিনি।

ওইদিন আলোচিত গীতিকার ও সংগীত পরিচালক শফিক তুহিনের কথা, সুর ও সংগীত পরিচালনায় সামিনা চৌধুরী ও ইমরানের যুগল কণ্ঠে একটি রোমান্টিক গান রেকর্ড করেন পরিচালক।

মহরতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের শিক্ষক আলোচিত নাটক ও চলচ্চিত্র ‘শিখণ্ডি কথা’র স্রষ্টা আনন জামান, ছবির নায়ক-নায়িকা নবাগত আসিফ নূর ও শিরিন শিলা, অভিনেতা খলিলুর রহমান কাদরীসহ অনেকেই উপস্থিত ছিলেন।

শাহিন কথাচিত্রের ব্যানারে ‘জ্বালা’ ছবিটি বিখ্যাত গোয়েন্দা সিরিজ শার্লক হোমসের একটি পর্ব অবলম্বনে নির্মিত হবে হবে। প্রধান দুটি চরিত্রে অভিনয় করবেন আসিফ নূরশিরিন শিলা


Leave a reply