Select Page

‘শাহেনশাহ’ আসছে ফেব্রুয়ারিতে

‘শাহেনশাহ’ আসছে ফেব্রুয়ারিতে


# ‘শাহেনশাহ’র মুক্তির দিন ঘোষণা করলেন শামীম আহমেদ রনি
# এখনো মুক্তি পায়নি ছবি পোস্টার বা প্রচারণা ভিডিও
# বিপরীতে আছেন নুসরাত ফারিয়া ও রোদেলা জান্নাত

শাকিব খানের সঙ্গে ভারতীয় বা দেশীয় কোনো ক্যারিশমাটিক নির্মাতা আপাতত নেই। তবে ঘোষণার অভাব নেই। তাই চলতি বছরের নায়কের অন্যতম চমক হলো শামীম আহমেদের সঙ্গে ঘোষিত কিছু সিনেমা। তার প্রথমটি মুক্তি পাচ্ছে ফেব্রুয়ারিতে।

সিনেমাটির নাম ‘শাহেনশাহ’। শাকিব প্রথমবার জুটি বেঁধেছেন নুসরাত ফারিয়ার সঙ্গে। আরও আছে নবাগত রোদেলা জান্নাত, যাকে নিয়ে অভিনয়ের বাইরে প্রেমের গুঞ্জনই বেশি শোনা গেছে।

এবার সোশ্যাল মিডিয়ায় রনি জানালেন, ১৫ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে ‘শাহেনশাহ’। কিছু দিনের মধ্যে প্রকাশ হবে ট্রেলার।

সাধারণত, রনির সিনেমার ক্ষেত্রে নির্মাণের আগে থেকেই তিনি নানাভাবে সরব থাকেন। ছবি শুরুর আগেই আগেই নায়কের লুক প্রকাশ ও পোস্টার নিয়ে তার ব্যস্ততা দেখা যায়। এবার তার উল্টোটা দেখা গেল।

এ সিনেমা নিয়ে সোশ্যাল মিডিয়ায় তেমন আলোচনাও নেই। তবে টিজার বা ট্রেলার মুক্তির পর সেটা শুরু হতে দেরি হবে না বলা যায়। বিশেষ করে পর পর শাকিব-বুবলিকে দেখে ক্লান্ত দর্শক নুসরাত ফারিয়ার রসায়নে আগ্রহী হবেন- আশা করা যায়।

এখন দেখার পালা- শাকিবকে কোন লুকে হাজির করে রনি। আগের সিনেমার মতো উদ্ভট হলেই হলো!


মন্তব্য করুন