Select Page

শিগগির আসছে জিরো ডিগ্রি

শিগগির আসছে জিরো ডিগ্রি

10269418_722770677807759_8093266670703580286_n

জনপ্রিয় নির্মাতা অনিমেষ আইচ পরিচালিত ‌’জিরো ডিগ্রি’ শিগগির মুক্তি পেতে যাচ্ছে। বছরজুড়ে আলোচনায় থাকা ছবিটিতে অভিনয় করেছেন মাহমুজ আহমেদ, জয়া আহসানরুহী

সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতা মাহফুজ আহমেদ বলেন, আমরা আসছি এই শীতে! এরই মধ্যে ছবির সব ধরনের কাজ শেষ। নভেম্বরের প্রথম সপ্তাহে সেন্সর বোর্ডে জমা দেওয়া হবে। সেন্সর সার্টিফিকেট পাওয়ার পরপরই মুক্তির তারিখ নির্ধারণ করা হবে। সেটা অবশ্যই এই শীতের মধ্যেই। মানে ডিসেম্বর অথবা জানুয়ারিতে আসছে জিরো ডিগ্রি।

ছবির গল্প সম্পর্কে তিনি বলেন, এটি দুজন প্রতারিত মানুষের প্রতিশোধের গল্প। তারা হতে পারে স্বামী-স্ত্রী, প্রেমিক-প্রেমিকা বা অন্য কিছু। এই নিয়েই গল্প। বলতে পারেন আনএক্সপেক্টেড থ্রিলার হলো জিরো ডিগ্রি।

মাহফুজ আরও বলেন, আমি শুধু বলব, এটা সত্যিকার অর্থেই অন্যরকম ছবি। একটু ঘুরিয়ে বললে এ রকম শোনাবে, এই ছবিটা যেভাবে দেখানো হবে এর আগে কোনো ছবি এভাবে দর্শক দেখেনি। কথা এবং কাজের মিল দেখার জন্য সবাইকে সিনেমা হলে আসতে হবে।

সম্প্রতি ছবিটির দশ সেকেন্ডের মোশন পোস্টার মুক্তি পেয়েছে।


মন্তব্য করুন