Select Page

শিডিউল ফাঁসালেই ক্ষতিপূরণ

শিডিউল ফাঁসালেই ক্ষতিপূরণ

শুটিংয়ে দেরি করে আসেন অনেক অভিনয়শিল্পীই। কেউ কেউ আবার পরিচালককে না বলেই ফাঁসিয়ে দেন শিডিউল। এর জন্য প্রযোজককে পড়তে হয় লোকসানের মুখে।

কালের কণ্ঠ জানায়, এসবের বিরুদ্ধে পরিচালক সমিতির উদ্যোগে নেওয়া হয়েছে নতুন সিদ্ধান্ত। শিডিউল ফাঁসানো শিল্পীর পারিশ্রমিক থেকে কেটে নেওয়া হবে ক্ষতিপূরণের টাকা। এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে প্রযোজক ও শিল্পী সমিতি।

পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকন বলেন, ‘আমরা নির্মাতা ও প্রযোজকদের বলেছি শিল্পীদের একবারে পারিশ্রমিক পরিশোধ না করতে। ডাবিং পর্যন্ত অন্তত অর্ধেক পারিশ্রমিক আটকে রাখতে হবে। এর পরও যদি কেউ শিডিউল ফাঁসায় তখন আটকে থাকা টাকা থেকে ক্ষতিপূরণ নেওয়ার সুযোগ তো থাকছেই। ’

পরের বোর্ড মিটিংয়ে সিদ্ধান্তটি লিখিত আকারে পাস করে প্রত্যেক শিল্পীকে পৌঁছে দেওয়া হবে বলেও জানালেন খোকন।

এদিকে কয়েকদিন আগে ফের কলকাতায় ফিরে নির্ধারিত সময়ে শুটিং স্পটে হাজির হয়ে খবরের শিরোনাম হয়েছেন শাকিব খান।


মন্তব্য করুন