Select Page

শিবা’র চ্যালেঞ্জ

শিবা’র চ্যালেঞ্জ

shibaপ্রচলিত প্রেম আখ্যানের বাইরে নির্মাণ হলো ঢাকাই চলচ্চিত্র ‘দ্য স্টোরি অব সামারা’। রিকিয়া মাসুদোর পরিচালনায় দেশের ইতিহাসে প্রথমবারের মতো নির্মিত সায়েন্স ফিকশন ‘দ্য স্টোরি অব সামারা’র অন্যতম প্রধান চরিত্রে অভিনয় করেছেন শিবা আলী খান। মূলত র‌্যাম্প মডেল হিসেবে পরিচিত শিবা এ ছবিতে একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন। চরিত্রটি ঢাকাই চলচ্চিত্রের প্রচলিত প্রেম-নির্ভর নয়। এটাকেই চ্যালেঞ্জ মনে হচ্ছে তার।

অশুভ শক্তির কবলে পড়া একটি গ্রহকে উদ্ধারের চেষ্টা এ ছবিতে দেখানো হয়েছে। সামারা প্ল্যানেট নামে একটি গ্রহ, যা অশুভ শক্তির কবলে পড়ে। আর পৃথিবীর পাঁচজন ছেলেমেয়ে, যারা পঞ্চশক্তি নামে পূর্ব নির্ধারিত। এদের প্রত্যেকেরই থাকে একটি করে রোমান্সের গল্প। আবার এই পঞ্চশক্তিকে খুঁজতে পৃথিবীতে আসে ভিনগ্রহবাসীরা। ওদিকে অশুভ শক্তির কবলে পড়া গ্রহটিকে উদ্ধার করে ফিরে আসার পরও ঘটে নানা ভৌতিক ঘটনা।

এমন গল্পের কেন্দ্রীয় পঞ্চশক্তির অন্যতম চরিত্র শিবা আলী খান। এ প্রসঙ্গে শিবা বলেন, ‘ছবিটি ঢাকাই ফিল্মের গতানুগতিক ধারার একেবারেই বাইরে। পুরো গল্পই রোমাঞ্চকর, ভৌতিক। তবে প্রেমের গল্পও দেখানো হবে এখানে। সব মিলিয়ে একেবারেই ভিন্ন টাইপের এই চরিত্র নিয়ে আমি রীতিমতো চ্যালেঞ্জ অনুভব করছি। ঢাকাই ছবির দর্শক এমন গল্প দেখে অভ্যস্ত নয়। তবে আমার প্রচন্ড আত্মবিশ্বাস রয়েছে, নির্মাণগুন ও গল্পের কারণে ছবিটি দর্শকের কাছে গ্রহনযোগ্য হয়ে উঠবে।’

ভারটেক্স প্রডাকশন নির্মিত ‘দ্য স্টোরি অব সামারা’র শতভাগ শুটিং শেষ হলো সম্প্রতি। এডিটিং শেষ করে শিগগিরই ছবিটি সেন্সর বোর্ডে জমা দেয়া হবে বলে প্রযোজনা সূত্রে জানা গেছে।

শিবা আলী খান ‘দ্য স্টোরি অব সামারা’ ছবিতে অভিনয়ের আগে বেশ কিছু টিভি নাটকে অভিনয় করেছেন। তার আগে তিনি দীর্ঘদিন ধরে র‌্যাম্প মডেল হিসেবে কাজ করেছেন।


মন্তব্য করুন