Select Page

শিলিগুড়ি’র উৎসবে ‘জীবনঢুলী’

শিলিগুড়ি’র উৎসবে ‘জীবনঢুলী’

52714b050df87-Untitled-1তানভীর মোকাম্মেল পরিচালিত মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘জীবনঢুলী’ ১৪তম শিলিগুড়ি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আমন্ত্রিত হয়েছে। ১ ফেব্রুয়ারি উৎসব শুরুর দিনে উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে এটি প্রদর্শিত হবে। শিলিগুড়ি চলচ্চিত্র উৎসবে ছবির নির্মাতা তানভীর মোকাম্মেলকেও আমন্ত্রণ জানানো হয়েছে।

এছাড়া ষষ্ঠ জয়পুর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতা বিভাগে ‘জীবনঢুলী’ চলচ্চিত্রটি ৪ ফেব্রুয়ারি জয়পুরে প্রদর্শিত হবে। পরিচালক তানভীর মোকাম্মেল ছাড়াও ছবিটির প্রধান সহকারী পরিচালক ও শিল্পনির্দেশক উত্তম গুহ এবং ছবিটির পোশাকের দায়িত্বপালনকারী অভিনেত্রী চিত্রলেখা গুহও জয়পুর চলচ্চিত্র উৎসবে অংশ নেবেন।

২৭ জানুয়ারি কলকাতার ‘আইজেনস্টাইন সিনে ক্লাব’ ছবির পরিচালকের উপস্থিতিতে গোর্কি সদনে ‘জীবনঢুলী’ চলচ্চিত্রটির এক বিশেষ প্রদর্শনীর আয়োজন করেছে।

চলচ্চিত্রটি ১৪ ফেব্রুয়ারি ঢাকায় মুক্তি দেয়া হবে।


মন্তব্য করুন