Select Page

শিল্পী সমিতি নির্বাচন ৫ মে

শিল্পী সমিতি নির্বাচন ৫ মে

চলচ্চিত্র শিল্পীদের সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০১৫-১৬ কমিটির মেয়াদ শেষ হয়েছে গত ৭ ফেব্রুয়ারি। এরপর থেকে নির্বাচনী প্রচারণাসহ প্যানেলগুলো বিভিন্ন কর্মকাণ্ডের মধ্য দিয়ে নির্বাচন আবহাওয়া চাঙা রাখলেও সবারই অজানা ছিল নির্বাচনের তারিখটি। সেটির অপেক্ষায় এতদিন কেটেছে চলচ্চিত্র সংশ্লিষ্ট সবার। অবশেষে ২ মাস পর আসন্ন নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। ৫ মে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে।

১৩ এপ্রিল মনোনয়ন ফরম বিক্রি শুরু হবে বলে শিল্পী সমিতির নোটিশে জানানো হয়। নতুন ভোটারসহ মোট ৬শ’ ২৩ জন ভোটারের তালিকা প্রকাশ করা হয়েছে। আসন্ন নির্বাচনের জন্য এরইমধ্যে দুটি প্যানেলের নাম প্রকাশিত হয়েছে। প্যানেলের মধ্যে রয়েছে মিশা সওদাগর ও জায়েদ খান প্যানেল, অন্যটি হলো ওমর সানী-অমিত হাসান প্যানেল। ২০১৫ সালের ৩০ জানুয়ারি শিল্পী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হন শাকিব খান ও সাধারণ সম্পাদক অমিত হাসান।

নির্বাচন প্রসঙ্গে মিশা সওদাগর ও জায়েদ খান প্যানেল এরইমধ্যে এফডিসিতে শিল্পীদের নিয়ে একটি মিলনমেলার আয়োজন করে। অন্যদিকে ওমর সানী ও অমিত হাসান প্যানেলও এফডিসির বাইরে একটি মিলনমেলা আয়োজন করে। সেখানেও উপস্থিত ছিলেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা।

সূত্র : ইত্তেফাক


মন্তব্য করুন