Select Page

শিশু জিহাদের মৃত্যু নিয়ে সিনেমা, গল্প ভাবনায় আব্দুল আজিজ

শিশু জিহাদের মৃত্যু নিয়ে সিনেমা, গল্প ভাবনায় আব্দুল আজিজ

আব্দুল আজিজ ও জিহাদ

# প্রেক্ষাগৃহে ভালো যাচ্ছে ‘দহন’। এ সময় নতুন সিনেমার ঘোষণা দিলেন আব্দুল আজিজ
# জানালেন, শাহজাহান পুরে ৩০০ ফুট গভীর পাইপে পড়ে মারা যাওয়া শিশু জিহাদকে নিয়ে সিনেমা বানাবেন। যার গল্প ভাবনায় আছেন তিনি। কাহিনী ও সংলাপ লিখছেন থ্রিলার লেখক নাজিম উদ দৌলা
# সিনেমাটির যুতসই নাম চাইলেন আব্দুল আজিজ

জাজ মাল্টিমিডিয়ার ‘দহন’ প্রেক্ষাগৃহ মাতাচ্ছে। এই সময় প্রতিষ্ঠানটির কর্ণধার আব্দুল আজিজ ঘোষণা নতুন সিনেমার।

ফেসবুকে জানালেন, শাহজাহান পুরে ৩০০ ফুট গভীর পাইপে পড়ে মারা যাওয়া শিশু জিহাদকে নিয়ে সিনেমা বানাবেন। যার গল্প ভাবনায় আছেন তিনি। কাহিনী ও সংলাপ লিখছেন থ্রিলার লেখক নাজিম উদ দৌলা। পরিচালনা করবেন বাংলাদেশের কেউ।

পাশাপাশি দর্শকদের কাছে সিনেমাটির নাম চাইলেন।

তিনি লেখেন, “আপনাদের হয়তো মনে আছে, ২০১৪ সালের ২৬ ডিসেম্বর রাজধানী ঢাকার শাহজাহানপুরে এক মর্মান্তিক দূর্ঘটনা ঘটেছিল। জিহাদ নামের ছোট্ট ফুটফুটে এক শিশু খেলতে খেলতে রেলওয়ে কলোনির পরিত্যক্ত পাইপের ভেতর পড়ে যায়। ৩০০ ফুট গভীর সেই পাইপ থেকে তাকে উদ্ধার করার জন্য সব প্রচেষ্টাই ব্যর্থ হয়(!) দুঃসহ সেই স্মৃতি আপনাদের নতুন করে মনে করিয়ে দেওয়ার প্রত্যয়ে একটি চলচিত্র নির্মাণ করতে চলেছি আমরা।

সামাজিক দায়বদ্ধতা থেকে দেশের অভ্যন্তরে ঘটে যাওয়া নানান বাস্তব ঘটনার উপর ভিত্তি করে চলচিত্র নির্মাণের উদ্যোগ নিয়েছে জাজ মাল্টিমিডিয়া যাতে করে আমাদের মাঝে সামাজিক সচেতনতা বাড়ে। “দহন” সিনেমাটি ছিল সেই যাত্রার দ্বিতীয় পদক্ষেপ । মুক্তির পর থেকেই দর্শকদের যে ব্যপক সাড়া পাচ্ছি তা আমাদের সাহস যোগাচ্ছে এই পথে এগিয়ে যাওয়ার। এভাবে নিয়মিত বাংলাদেশে ঘটে যাওয়া বাস্তব ঘটনাগুলোকে আমরা রুপালী পর্দায় তুলে আনতে চাই। অর্থাৎ, এখন থেকে আপনাদের জীবনের গল্পগুলোই হবে আমাদের চলচিত্র নির্মাণের উপজীব্য বিষয়।”

আব্দুল আজিজ আরো লেখেন, ‘এই গল্পের জন্য একটি সুন্দর ও মানানসই নাম চাচ্ছি আপনাদের কাছ থেকে।’

এদিকে জাজের আপকামিং প্রজেক্টের মধ্যে রয়েছে ‘মাসুদ রানা’।


অামাদের সুপারিশ

মন্তব্য করুন

ই-বুক ডাউনলোড করুন

BMDb ebook 2017

Coming Soon
বঙ্গবন্ধুর বায়োপিকের অভিনয়শিল্পী বাছাই কেমন হয়েছে?
বঙ্গবন্ধুর বায়োপিকের অভিনয়শিল্পী বাছাই কেমন হয়েছে?
বঙ্গবন্ধুর বায়োপিকের অভিনয়শিল্পী বাছাই কেমন হয়েছে?

Shares