Select Page

শিহাব শাহীনের ছবিটির সম্ভাবনা এখনো আছে

শিহাব শাহীনের ছবিটির সম্ভাবনা এখনো আছে

 

শিহাব শাহীনের পরিচালনায় ‘ছুঁয়ে দিলে মন’ সিনেমায় ভালো সাড়া পান আরিফিন শুভ। এরপর নির্মাতার পরের ছবি ‘মন ফড়িং’-এর অভিনয়ের কথা শোনা গেলও অনেক দিন সেটি আর আলোচনায় আসেনি। সম্প্রতি শুভ জানালেন, সেই সিনেমাটি হওয়ার সম্ভাবনা রয়েছে।

বছর দেড়েক বিরতির পর শুক্রবার মুক্তি পাচ্ছে এই নায়কের নতুন সিনেমা ‘সাপলুডু’। জনপ্রিয় টিভি নির্মাতা গোলাম সোহরাব দোদুলের প্রথম সিনেমা এটি। এই উপলক্ষে একাধিক সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন শুভ। সেখানে জানা গেল শিহাব শাহীনের ছবির প্রসঙ্গটি।

বর্তমান ব্যস্ততা নিয়ে তিনি যুগান্তরকে বলেন, “এখন নঈম ইমতিয়াজ নেয়ামুল পরিচালিত ‘জ্যাম’ ছবির শুটিং করছি। এ ছাড়া মুক্তির অপেক্ষায় আছে ‘সাপলুডু’ ও ‘মিশন এক্সট্রিম’ ছবি দুটি। এগুলোর প্রচার-প্রচারণা নিয়ে পরিকল্পনা আছে। গত এক বছর ধরে ‘ছুঁয়ে দিলে মন’ ছবি নির্মাতা শিহাব শাহীনের সঙ্গে একটি গল্প নিয়ে কাজ চলছে। সব কিছু ঠিক থাকলে এটাতেও কাজ করতে পারি। এ ছাড়া দেশের এবং কলকাতার নির্মাতা এবং প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে কয়েকটি ছবির ব্যাপারে কথা চলেছে।”

টিভি থেকে সিনেমায় আসা কেউ কয়েকজন পরিচালকের সঙ্গে কাজ করেছেন শুভ। এ সম্পর্কিত প্রশ্নে ইত্তেফাককে বলেন, “টিভি নির্মাতারাই এখন সিনেমায় বেশ ভালো করছেন। গোলাম সোহরাব দোদুলের সঙ্গে টিভিতে যারা কাজ করেছেন তারা জানেন তিনি কতটা পারফেকশন নিয়ে কাজ করেন। ‘সাপলুডু’ তার প্রথম সিনেমা হলেও সেটি পর্দায় বোঝা যাবে না। অন্যদিকে এর আগেও আমি ‘ঢাকা অ্যাটাক’ সিনেমায় দীপঙ্কর দীপনের সঙ্গে কাজ করেছি। সেটিও বেশ ভালো অভিজ্ঞতা এবং সেই সিনেমার সাফল্যের কথা সবারই জানা। এছাড়াও অমিতাভ রেজার ‘আয়নাবাজি’, অনম বিশ্বাসের ‘দেবী’ সিনেমাগুলোর নির্মাতারাও কিন্তু টিভি থেকেই এসেছেন। গত কয়েক বছরের অন্যতম সিনেমার মধ্যে এগুলো রয়েছে।”

আপনার অভিনীত ছবি মুক্তিতে এত দীর্ঘসূত্রতা কেন? “এটি ইচ্ছাকৃত নয়। আমি ছবি কম করি এটা সত্যি। কারণ টাকার কাছে বিক্রি হতে পারি না তাই। চাইলে তো প্রতি সপ্তাহে নতুন ছবিতে কাজ করতে পারি। কিন্তু যে ছবির গল্পের নায়ক হব সেই গল্প যদি নিজেরই বিশ্বাস না হয় তাহলে দর্শকদের কীভাবে বিশ্বাস করাব! অনেকে কাজ করতে পারেন, আমি পারি না তাই করি না। অনেক নায়ক-নায়িকার আলাদা বিজনেস আছে, আমার কিন্তু নেই। আমি অভিনয় ছাড়া আর কিছু করতে পারি না”, বললেন শুভ।


মন্তব্য করুন