Select Page

‘শুটার’র জন্য ‘সুলতানা বিবিয়ানা’ বাদ

‘শুটার’র জন্য ‘সুলতানা বিবিয়ানা’ বাদ

sultana-bibiana

টিজার প্রকাশ করে চমক দিয়েছিল হিমেল আশরাফ পরিচালিত ‘সুলতানা বিবিয়ানা‘। জানানো হয়েছিল ৪০টির মতো হলে ঈদুল আজহায় মুক্তি পাবে।দুইদিন না গড়াতেই বাপ্পীআঁচল ভক্তদের হতাশায় ফেলে দিলেন প্রযোজক ও নির্মাতা। জানালেন ঈদে নয়, ৭ অক্টোবর মুক্তি পাবে সিনেমাটি।

কারণ হিসেবে বলা হচ্ছে, ‘সুলতানা বিবিয়ানা’র প্রযোজক আরশাদ আদনানের বন্ধু ইকবাল হোসাইন প্রযোজিত ‘শুটার’ মুক্তি পাচ্ছে ঈদে। শাকিব খান অভিনীত সিনেমাটির পথ নির্বিঘ্ন রাখতেই এ সিদ্ধান্ত নিলেন ভার্সেটাইল মিডিয়ার কর্ণধার। এমন খবর রাইজিং বিডির।

এছাড়া বাপ্পীর অসুস্থতাজনিত সিনেমাটির একটি গানের শুটিংও আপাতত সম্ভব হচ্ছে না। তবে বাকি অংশের সম্পাদনা ও ডাবিং ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

‘সুলতানা বিবিয়ানা’র চিত্রনাট্য প্রয়াত ফারুক হোসেনের।


মন্তব্য করুন