Select Page

শুটিংস্পটে আহত পরী হাসপাতালে

শুটিংস্পটে আহত পরী হাসপাতালে

poi-moni-shapnojal

শুটিংয়ের সময় আহত হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী পরী মনি। চাঁদপুর থেকে হেলিকপ্টারে করে ঢাকায় এনে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চাঁদপুরে ‘স্বপ্নজাল’ ছবির শুটিংয়ে মঙ্গলবার আহত হন তিনি। সেখানেই প্রাথমিক চিকিৎসা শেষে চাঁদপুরের একটি ক্লিনিকে এক্সরে করা হয় হাতের। ফ্রাকচার দেখা না দিলেও মচকে যায় হাত। চিকিৎসকের পরামর্শে সাপোর্টিং ব্যাগে হাত ঝুলিয়ে রাখেন তিনি।

কিন্তু মধ্যরাতে পরীমনির শারীরিক অবস্থার অবনতি ঘটে। কারণ ওই ঘটনায় ট্রলি থেকে পড়ে গিয়ে কোমর এবং পিঠেও যথেষ্ট আঘাত পান তিনি। শেষ রাতে প্রচণ্ড ব্যথায় কাতরাতে থাকেন।

বুধবার সকালে মেরুদণ্ডের ব্যথা আরও বাড়তে থাকে। শেষ পর্যন্ত অবস্থার অবনতি ঘটলে সকাল সাড়ে ১১টায় হেলিকপ্টারে করে ঢাকায় আনা হয় এই অভিনেত্রীকে।


আমাদের সুপারিশ

মন্তব্য করুন

ই-বুক ডাউনলোড করুন

BMDb ebook 2017

Shares