Select Page

শুটিং ফ্লোরে যাচ্ছে ‘মাল্টা’

শুটিং ফ্লোরে যাচ্ছে ‘মাল্টা’

4_307689

এ সময়ের পরিশ্রমী পরিচালক ইখতেখার চৌধুরী। একের পর এক সিনেমা বানিয়ে যাচ্ছেন। যার বেশির ভাগই এ্যাকশনধর্মী। ‘অগ্নি টু’ দিয়ে আলোচনা তোলা এ নির্মাতা এখন ব্যস্ত নতুন সিনেমা ‘মাল্টা’র পূর্ব প্রস্তুতি নিয়ে।

সিনেমাটিও নির্মাণ শুরুর আগে থেকে আলোচিত। বিদেশী লগ্নি, লোকেশন ও কাস্ট— সবই চমকে ভরা। সর্বশেষ খবর হলো ২০ নভেম্বর থেকে ‘মাল্টা’র শুটিং শুরু হচ্ছে।

ইতালির মাল্টা শহরের নামানুসারে ছবির নামকরণ করা হয়েছে। শুটিংও হবে সেখানে। বরাবরের মতো নায়িকা থাকছেন ববি। বিপরীতে অভিনয় করছেন বলিউডের বৎসল শেঠ। খলনায়কের ভূমিকায় অভিনয় করছেন বলিউডের গুলশান গ্রোভার।

শুটিং প্রসঙ্গে পরিচালক সংবাদমাধ্যমকে জানান, নভেম্বরের প্রথম সপ্তাহের শেষের দিকে ইতালির শুটিং স্পটে যাবেন। মাঝামাঝি সময়ে শিল্পীরা ইউনিটের সঙ্গে যোগ দেবেন। এরপর ২০ তারিখ থেকে শুটিং শুরু হবে। এক টানা কাজের মাধ্যমে শুটিং শেষ হবে।

 


আমাদের সুপারিশ

মন্তব্য করুন

ই-বুক ডাউনলোড করুন

BMDb ebook 2017

Shares