শুটিং শেষে নাটক হয়ে গেল সিনেমা!
কত অদ্ভুতই ঘটনা ঘটে বিনোদন জগতে। নাটকের জন্য ভেবে রাখা গল্পে ‘মনপুরা’ বানিয়ে মাত করে দেন গিয়াসউদ্দিন সেলিম। অন্যদিকে, কয়েকদিন শুটিংয়ের পর আশিকুর রহমানের মনে হয় ‘গ্যাংস্টার রিটার্নস’ নাটক নয় সিনেমার জন্য উপযুক্ত। সিনেমাটি সমাদৃত না হলেও ঢালিউড পেয়েছে আশিকুরের মত প্রতিশ্রুতিশীল নির্মাতা।
আবার কিছু কিছু টিভি প্রডাকশনের কোনটা নাটক আর কোনটা সিনেমা— তা নিয়ে নাকি দর্শকদের ধন্ধ আছে। এবার শোনা গেল অন্য কথা। ঈদে প্রচারের লক্ষে নির্মিত একটি নাটককে চলচ্চিত্রে রূপ দিচ্ছেন পরিচালক। এতে বিস্ময় প্রকাশ করেছেন সংশ্লিষ্ট অভিনয়শিল্পীরা।
বাংলানিউজ টোয়েন্টিফোর জানায়, পরিচালক নাসিম সাহনিক ‘সিনেমার ভূত’ নাটকের নাম পাল্টে রেখেছেন ‘গোয়েন্দাগিরি’। আর নাটকটি নাকি সিনেমা হিসেবে মুক্তি পাবে।
‘গোয়েন্দাগিরি’র বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন কল্যাণ কোরাইয়া, শম্পা হাসনাইন, তানিয়া বৃষ্টি, কচি খন্দকার, তারেক মাহমুদ, সীমান্ত আহমেদ, প্রিন্স রাজন, টুটুল চৌধুরী, রুবেল, শিখা খান, চৈতি প্রমুখ।
এ প্রসঙ্গে অভিনেত্রী তানিয়া বৃষ্টি বলেন, “নাটক হিসেবেই ‘সিনেমার ভূত’-এর শুটিং করেছি টানা দু’দিন। জানতাম এটি নাটক বা টেলিছবি হিসেবে ঈদে প্রচার হবে। কিন্তু এখন শুনছি এর নাম পাল্টে ‘গোয়েন্দাগিরি’ রাখা হয়েছে এবং এটি ছবি হিসেবেই মুক্তি পাবে। বিষয়টি জেনে আমি খুব বিষ্মিত হয়েছি।” একই মন্তব্য লাক্স সুন্দরী চৈতি ও মিম চৌধূরীর।
তবে নির্মাতা নাসিম সাহনিক বলেন, ‘দুই বছর ধরে আমি এই ছবিটির প্রস্তুতি নিয়েছি। অভিনয়শিল্পীরা যা-ই বলুন, তারা আগে থেকেই জানতেন এটি ছবি বানানো হচ্ছে। এটি টেলিমুভি এবং এর ডিউরেশনও বেশি হবে বলে জানানো হয়েছিলো তাদের। বেশি বাজেট না থাকলে অনেক ছবি সম্পন্ন হওয়ার আগেই কাজ বন্ধ হয়ে যায়। এ কারণে ভেবেছিলাম এটি টেলিমুভি হেসেবেই প্রচার করবো। কিন্তু ফুটেজ পর্যাপ্ত থাকার কারণে ছবি হিসেবে মুক্তি দিতে চাইছি। তাছাড়া মুভি ক্যামেরা দিয়েই এর সব দৃশ্যধারণ করেছি। বলতে পারেন, অনেকটা গোপনীয়ভাবেই ২০ দিনের মধ্যে ছবিটির শুটিং শেষ করেছি।’
‘গোয়েন্দাগিরি’র ডাবিং ও সম্পাদনার কাজও শেষ হয়েছে। অক্টোবরেই মুক্তি পাবে বলে আশা করছেন নির্মাতা।
চলচ্চিত্রটির গল্পে দেখা যাবে, একদল শখের গোয়েন্দা ছুটিতে বেড়াতে যায়। বনের মাঝে একটি পুরনো জমিদার বাড়িতে শুটিং করার কথা ছিলো দেশের বিখ্যাত একজন পরিচালকের। অভিনয় করার কথা ছিলো দেশের নাম করা অভিনেত্রীরও। কিন্তু ভূতের কারণে শুটিং বাতিল হয়। রহস্যজনকভাবে গুম হয় পরিচালকের একজন সহকারি, আরেকজন আহত অবস্থায় ফিরে আসে। এ রহস্য ভেদ করতে যায় কয়েকজন গোয়েন্দা। তাদের সঙ্গে যোগ দেয় স্থানীয় চার শখের নারী গোয়েন্দা।