Select Page

শুধুই দেশের সিনেমা

শুধুই দেশের সিনেমা

misha-soudagor

২০১৪ সালের ‌‘আমি শুধু তোমাকে চেয়েছি’র পর কোনো যৌথ প্রযোজনার সিনেমায় দেখা যায়নি ঢাকার নাম্বার ওয়ান ভিলেন মিশা সওদাগরকে।

নাম্বার ওয়ান হওয়ার কারণে চলচ্চিত্র ইন্ডাস্ট্রির নানা দিক নিয়ে ভাবার দায়িত্বও বর্তেছে তার ওপর। সেই দায়িত্ববোধ থেকেই চলচ্চিত্রাঙ্গনের স্বার্থে নানা সময়ে নানা সিদ্ধান্ত নিয়ে থাকেন। এবার জানালেন যৌথ প্রযোজনার সিনেমায় অভিনয় করবেন না।

‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার জন্য অস্ট্রেলিয়া যাওয়ার আগে যুগান্তরকে মিশা জানান, কিছুদিন আগে ভারতের একটি শীর্ষস্থানীয় প্রযোজনা প্রতিষ্ঠান তাকে পুরো দুই বছরের জন্য চুক্তিবদ্ধ করতে চেয়েছিলেন। কিন্তু তাতে তিনি রাজি হননি।

এ প্রসঙ্গে মিশা বলেন, ‘দেশের চলচ্চিত্র শিল্পের স্বার্থে এখন শুধু দেশি ছবিতেই কাজ করব। কোনো যৌথ প্রযোজনার ছবিতে কাজ করতে চাই না। তবে আমার কাছে যে ধরনের প্রস্তাব আসছে যদি চাইতাম তাহলে এতদিন ডজনখানেক যৌথ প্রযোজনার ছবিতে অভিনয় করতে পারতাম। কিন্তু সেটি আমি করিনি। করবও না। কারণ, দেশের চলচ্চিত্রই আমাকে মিশা সওদাগর বানিয়েছে। তাই দেশের দর্শকদের সঙ্গে বেঈমানি করতে চাই না।’


মন্তব্য করুন