Select Page

শুধু লুক নিয়ে ভাবলে ‘হিরো’র কাছে হারবেন ‘অভিনেতা’ শাকিব

শুধু লুক নিয়ে ভাবলে ‘হিরো’র কাছে হারবেন ‘অভিনেতা’ শাকিব

যৌথ প্রযোজনার কাহিনীতে নতুনত্ব থাকে না ঠিক, কিন্তু শাকিব খানকে পাওয়া যায় নতুনভাবে। তেমন হতে যাচ্ছে ‘চালবাজ’-এও। সপ্তাহখানেক আগে লন্ডন থেকে চার কিলোমিটার দূরে টর্কেতে শুরু হয় যৌথ প্রযোজনার এই ছবির দৃশ্যায়ন। সেখানকার কিছু ছবি দেখে মজেছেন ভক্তরা।

যথারীতি গর্জিয়াস লুকে পাওয়া গেল নায়ককে। কিন্তু ব্যাপারটা বড্ড ক্লিশে হয়ে যাচ্ছে। হিরো শাকিবের কাছে ক্রমশ হেরে যাচ্ছেন অভিনেতা শাকিব। ‘সত্তা’ বাদ দিলে অ্যাংরি, অ্যাকশন বা ফানি অবতারের বাইরে তাকে পাওয়া যাচ্ছে না অনেকদিন।

লুক চমক ছাড়াও অন্য কিছু নিয়ে ভাবতে পারেন শাকিব। ‘শিকারি’র লুক যতটা আলোড়ন তুলেছে ‘নবাব’ ততটা তুলেনি। কারণ দর্শক অভ্যস্ত হয়ে গেছে এ শাকিবের সঙ্গে। কিন্তু অভ্যস্ত হতে পারেনি গতানুগতিক কাহিনীর সঙ্গে। তাই যৌথ বাদে শাকিবের অন্য ছবিগুলো টানছে না। যৌথ প্রযোজনা নকল কাহিনীর হলেও প্রযুক্তির সুবিধাটা বেশ কাজে দেয়। কিন্তু কলকাতার মতো একসময় বাংলাদেশের দর্শকও নকল সিনেমা দেখতে নাও পারে।

তাই শাকিব খানের উচিত দেশিয় নতুন নির্মাতাদের সুযোগ করে দেওয়া। যারা লুকের পাশাপাশি মৌলিক গল্প, তার উপস্থাপন ও প্রযুক্তি নিয়ে সচেতন।

 


মন্তব্য করুন