Select Page

শুনতে ভালো, দেখতে কেমন ‘বুম বুম’?

শুনতে ভালো, দেখতে কেমন ‘বুম বুম’?


শাকিব খান ও শবনম বুবলি অভিনীত ‘সুপার হিরো’ সিনেমার প্রথম গান ‘বুম বুম’ প্রকাশ হয়েছে অনলাইনে। সুদীপ কুমার দীপের কথায় নাভেদ পারভেজের সুর-সংগীতে কণ্ঠ দিয়েছেন প্রতীক হাসান ও সৌরিন।

ড্যান্স নাম্বার জাতীয় গানটির সুরে যতটা ধামাকা থাকার কথা ততটা পাওয়া যায়, তবে শুনতে ভালো লাগে। কিন্তু গানের কথা খুব একটা আকর্ষণীয় নয়। অস্ট্রেলিয়ায় চিত্রায়িত হলেও কোরিওগ্রাফি ততটা মন কাড়ে না।

‘সুপার হিরো’ পরিচালনা করেছেন আশিকুর রহমান। আরো অভিনয় করেছেন তারিক আনাম খান, শম্পা রেজা, টাইগার রবি ও সিন্ডি রোলিং। শোনা যাচ্ছে, বিশেষ একটি চরিত্রে আছেন তাসকিন রহমান।

শোনা যাচ্ছে ঈদুল ফিতরে মুক্তি পাবে ‘সুপার হিরো’। তবে এখনো পরিষ্কার ঘোষণা আসেনি। তবে গানের মুক্তি থেকে আসা করা যাবে ঈদে প্রেক্ষাগৃহ মাতাবে ‘সুপার হিরো’।


মন্তব্য করুন