Select Page

শুভর এ লুক ‘বঙ্গবন্ধু’র বায়োপিকের নয়

শুভর এ লুক ‘বঙ্গবন্ধু’র বায়োপিকের নয়

মুম্বাইয়ে চলছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘বঙ্গবন্ধু’র শুটিং। এ উদ্দেশ্যে ১৯ জানুয়ারি মুম্বাই উড়াল দেন আরিফিন শুভ। ২৫ জানুয়ারি থেকে শুরু হয়েছে দৃশ্যায়ন। সব মিলিয়ে এ যাত্রায় ৮১ দিন মুম্বাই থাকবেন ঢাকার অন্যতম নায়ক।

এমন ব্যস্ততার মাঝে ফেসবুকে পাঞ্জাবি-পায়জামা পরে তোলা একটি স্থিরচিত্র শেয়ার করেন শুভ। এ নিয়ে বেধেছে গোল।

অনেকেই ধরে নিয়েছেন, নির্মিতব্য বায়োপিকে এই অবয়বে ক্যামেরায় ধরা দেবেন শুভ। সে জন্য সমালোচনার মুখোমুখি হচ্ছেন তিনি। নেট নাগরিকদের ধারণা, স্থিরচিত্রের সঙ্গে বঙ্গবন্ধুর কোনো সাদৃশ্য খুঁজে পাওয়া যাচ্ছে না। তবে শুভ আশ্বস্ত করলেন, এটি বঙ্গবন্ধু ছবির লুক নয়। এ খবর জানাচ্ছে দৈনিক জাগরণ

তিনি বলেন, “ঢাকা থেকে আসার সময় আমি কিছু কাপড় বানিয়ে এনেছি, যেগুলো সিনেমায় আমার চরিত্রের সঙ্গে এবং সেই সময়ের সঙ্গে মিলে যায়। শুটিং ছাড়া বাকি সময়গুলোতে পাঞ্জাবি, পায়জামা ছাড়া অন্য কোনো ধরনের পোশাক আমি পরছি না। ফেসবুকে যে ছবিটা দিলাম, সেটাই এখন আমার নিয়মিত পোশাক। এটাকে বঙ্গবন্ধু সিনেমার লুক ভেবে ভুল করবেন না কেউ।”

‘বঙ্গবন্ধু’ পরিচালনা করছেন প্রখ্যাত ভারতীয় পরিচালক শ্যাম বেনেগাল। ছবিটিতে শ্যাম বেনেগালের সহযোগী পরিচালক হিসেবে দয়াল নিহালানি রয়েছেন।  চিত্রনাট্য করেছেন অতুল তিওয়ারি ও শামা জায়েদি। শিল্প নির্দেশনায় আছেন নীতিশ রায়। কস্টিউম ডিরেক্টর শ্যাম বেনেগালের মেয়ে পিয়া বেনেগাল। সংগীত পরিচালনা করছেন বলিউডের খ্যাতনামা সংগীতজ্ঞ শান্তনু মৈত্র।


আমাদের সুপারিশ

মন্তব্য করুন

ই-বুক ডাউনলোড করুন

BMDb ebook 2017

Shares