Select Page

শুভর বয়স ৭০

শুভর বয়স ৭০

Suvo

সাদা দাড়ি, হাতে ছড়ি, গায়ে সফেদ পাঞ্জাবি, কাশ্মিরী শাল পরা মানুষটির বয়স ৭০ পেরিয়ে। আর তিনি হলেন আরিফিন শুভ। এমন সাজে তাকে দেখা যাবে ‘নিয়তি’ চলচ্চিত্রে।

আশুলিয়ায় চলচ্চিত্রটির দৃশ্য ধারণ চলছে। পরিচালনা করছেন জাকির হোসেন রাজু। বিপরীতে আছেন জলি ও কলকাতার ঈশানী।

পরিচালক জানান, ছবিটিতে শুভকে তুখোর অভিনেতা হিসেবে আবিষ্কার করবেন দর্শক। তার গেটআপই বলে দিচ্ছে নতুনত্ব থাকছে চরিত্রটিতে। শুভর চরিত্রটির ব্যাপারে এখনই বিস্তারিতভাবে কিছু বলতে চান না রাজু। তবে এতটুকু জানান, শুভকে দেখা যাবে তরুণ ও বৃদ্ধ এই দুই বয়সের লুকে।

আগামী বছরের পহেলা বৈশাখে (৮ এপ্রিল ২০১৬) মুক্তি পাবে ‘নিয়তি’। প্রযোজনা করছে জাজ মাল্টিমিডিয়া ও ভারতের এসকে মুভিজ। গত ১৫ নভেম্বর ছবিটির দৃশ্যধারণ শুরু হয় আশুলিয়ায়। চলবে ১৮ নভেম্বর পর্যন্ত। এরপর কাজ হবে ঢাকার বিভিন্ন স্থানে। ২২ নভেম্বর থেকে চিত্রায়ন হবে উত্তরার আশ্রয় বাড়িতে। আগামী মাসে ইউনিট যাবে কলকাতায়। সেখানেই বেশিরভাগ গানের দৃশ্যধারণ সম্পন্ন হবে।


মন্তব্য করুন