Select Page

শুভর হাতে কত কাজ! সিনেমা, ওয়েব সিরিজ, গান ও নিজেকে নিয়ে তথ্যচিত্র

শুভর হাতে কত কাজ! সিনেমা, ওয়েব সিরিজ, গান ও নিজেকে নিয়ে তথ্যচিত্র

গত বছরের ‘সাপলুডু’র পর অনেকদিন পর্দায় নেই আরিফিন শুভ। করোনার বাগড়ায় মুক্তি পেল না ‘মিশন এক্সট্রিম’ পয়লা কিস্তি। লকডাউনে বাসায় বন্দি অবস্থায় প্রকাশ করেছেন গান। হাতে আছে আরো একগাদা কাজ। জানালেন কালের কণ্ঠকে।

ওয়েব সিরিজ: বিদেশি একটা অনলাইন প্ল্যাটফর্মের ওয়েব সিরিজের শুটিং করার কথা আগস্টে। জুলাইয়ের মধ্যে আমরা প্রি-প্রডাকশনের কাজ গুছিয়ে নেব। বাংলাদেশ ও অন্য একটি দেশে শুটিং হবে। শিল্পীরাও থাকবেন দেশি-বিদেশি মিলিয়ে। এখন বাকিটা নির্ভর করছে করোনার ওপর। পরিস্থিতি স্বাভাবিক না হলে তো কিছুই সম্ভব নয়। তবে হ্যাঁ, আগস্টে শুটিং করার মানসিক একটা প্রস্তুতি নিয়ে রেখেছি।

নতুন ছবি: ১৫ মার্চ একটা ছবির অফিশিয়াল ঘোষণা আসার কথা ছিল। ১২ মার্চ আমি দেশে ফিরেছিলাম। কথা ছিল ১৭ মার্চ থেকে শুটিং হবে। কিন্তু করোনার কারণে সব ভেস্তে যায়। নতুন তারিখ অনুযায়ী নভেম্বর থেকে শুটিং হওয়ার কথা। ডিসেম্বরে কলকাতার একটি ছবির শুটিং।

নিজেকে নিয়ে তথ্যচিত্র: ‘মিশন এক্সট্রিম’-এর জন্য অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে। দুই বছর অন্য কোনো ছবি হাতে নিইনি। শুটিংয়ের আগে প্রস্তুতি নিয়েছি দীর্ঘ ৯ মাস ধরে। ৯৪ কেজি থেকে ওজন কমিয়ে ৮২ কেজিতে নিয়ে এসেছি। খালি চোখে দর্শক হয়তো ওজন কমানোটাই দেখবেন, কিন্তু এর পেছনে খাদ্যাভ্যাস, ঘুমের সময় পরিবর্তন, ইনজুরিতে পড়া, হতাশাগ্রস্ত হওয়া— এসব কারো চোখেই পড়বে না। সে জন্যই একটা তথ্যচিত্র নির্মাণ করছি।

ওই ৯ মাস সময়টা নিয়ে এই তথ্যচিত্র। তখনই শুটিং করে রেখেছিলাম। এরই মধ্যে সম্পাদনাও শেষ। কোরবানির ঈদে এই তথ্যচিত্রও আমার নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশ করব। এখানে ভক্তরা দেখতে পাবেন তাঁদের জন্য ৯টা মাস কী অমানুষিক পরিশ্রম করেছি। এর আগে বাংলাদেশের কোনো অভিনেতা ছবির জন্য এতটা সময় ক্যামেরার বাইরে দিয়েছেন বলে জানা নেই। প্রতিটি দিনই কোনো না কোনো ঘটনা ঘটেছে। গুরুত্ব অনুযায়ী সেগুলো তথ্যচিত্রটিতে স্থান দিয়েছি। আমিই এই তথ্যচিত্রের পরিচালক।

গান: ২২ মে প্রকাশ পেয়েছে ‘মনটা বোঝে না’। গানটির জন্য দারুণ প্রশংসা পেয়েছি। আমার ভক্তরাও বেশ পছন্দ করেছেন। এখন দ্বিতীয় গানের প্রস্তুতি নিয়েছি। সুর পছন্দ হয়েছে, গানের কথায় কিছুটা পরিবর্তন আনতে হবে। সুরকার-গীতিকারের নাম এখনই প্রকাশ করতে চাচ্ছি না। সংগীতায়োজন করবেন ওপার বাংলার একজন। ইচ্ছা আছে কোরবানির ঈদে প্রকাশ করার।


মন্তব্য করুন