Select Page

শুভ জন্মদিন অমিত হাসান

শুভ জন্মদিন অমিত হাসান

09-Amit-Hasan20150702075413

জনপ্রিয় অভিনেতা অমিত হাসানের জম্মদিন বুধবার। ১৯৬৮ সালের এ দিনে টাঙ্গাইলে জন্মগ্রহণ করেন তিনি। গুনী এই অভিনেতার জম্মদিনে বাংলা মুভি ডেটাবেজ (বিএমডিবি) পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা।

টাঙ্গাইলের আদালত পাড়ার ছেলে অমিত হাসানের আসল নাম খন্দকার সাইফুর রহমান (আজু)। ১৯৯০ সালে ছটকু আহমেদ পরিচালিত ‘চেতনা’ ছবিতে অভিনয়ের মধ্যদিয়ে চলচ্চিত্রে তার অভিষেক ঘটে। একক নায়ক হিসেবে মনোয়ার খোকনের ‘জ্যোতি’ ছবি দিয়ে শুরু হয় তার সফলতা। এর পর বিভিন্ন ঘরানার সিনেমায় তিনি সফলতা পেয়েছেন।

জনপ্রিয় এই নায়ক বর্তমানে খলনায়ক চরিত্রে অভিনয়ের প্রতি সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন। ডিজিটাল পদ্ধতিতে নির্মিত এফডিসিকেন্দ্রিক প্রথম চলচ্চিত্র শাহীন সুমন পরিচালিত ‘ভালোবাসার রং’-এ তিনি প্রথমবার খলনায়ক চরিত্রে অভিনয় করেন। এছাড়া কয়েকটি ছবিতে খলনায়কের অভিনয় করে তিনি বেশ প্রশংসিত হয়েছেন।

 


মন্তব্য করুন