Select Page

শুভ জন্মদিন মাহি

শুভ জন্মদিন মাহি

mahia mahi on handicraft businessতার পরিবারের দেয়া নাম শারমিন আক্তার নিপা। ফেসবুকে এই নামেই আছেন। হ্যা, পাশে যুক্ত আছে পোশাকি নাম মাহি। আজ নায়িকা মাহির জন্মদিন। বিএমডিবি পরিবারের পক্ষ থেকে তাকে জন্মদিনের শুভেচ্ছা।

১৯৯৩ সালের ২৭ অক্টোবর রাজশাহীর তানোরে জন্মগ্রহণ করেন মাহি। ২০১২ সালে ‘ভালবাসার রং’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি রূপালি পর্দায় পা রাখেন। তারপরে পিছু ফিরে তাকাতে হয়নি।

একটা সময় পর্যন্ত প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার প্রায় সব ছবির নায়িকা ছিলেন মাহি। এক বিরোধের সূত্র ধরে তাকে জাজের সিনেমায় দেখা যাচ্ছে না।

11954702_968143073208437_3006013891323602840_n

মাহি অভিনীত সিনেমার মধ্যে রয়েছে অগ্নি, অগ্নি ২, রোমিও বনাম জুলিয়েট, ওয়ানিং, দবির সাহেবের সংসার,  অনেক সাধের ময়না, দ্য লিডার, পোড়ামন ও ভালোবাসা আজকাল। বর্তমানে ব্যস্ত আছেন মেহের আফরোজ শাওন পরিচালিত ‘কৃষ্ণপক্ষ’ চলচ্চিত্রের শুটিংয়ে। হাতে আছে দীপংকর দীপনের ‘ঢাকা অ্যাটাক’ ও মালেক আফসারীর নাম ঠিক না হওয়া একটি চলচ্চিত্র। এ ছাড়া সম্প্রতি ‘স্করপিয়ন হাট’ নামে অনলাইন শপ চালু করেছেন জনপ্রিয় এ নায়িকা।


Leave a reply