Select Page

শুভ নয়, কলকাতার ইন্দ্রনীল

শুভ নয়, কলকাতার ইন্দ্রনীল

10464058_10206012386769280_789930493373372146_n

জনপ্রিয় নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ বেশ কিছুদিন আগে নতুন চলচ্চিত্র ‘সম্রাট’ এর ঘোষণা দেন। গণমাধ্যমে প্রকাশিত সংবাদে জানা যায়, প্রধান তিনটি চরিত্রে থাকবেন শাকিব, অপু শুভ। শনিবার জানানো হয়, কলকাতার ইন্দ্রনীল সেনগুপ্ত অভিনয় করবেন এ চলচ্চিত্রে। বলা হচ্ছে এটি রাজের নতুন চমক।

‘সম্রাট’ চলচ্চিত্রে নাম ভূমিকায় অভিনয় করবেন শাকিব খান। আর রাজা চরিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন ইন্দ্রনীল।

এ ছবিতে অভিনয় প্রসঙ্গে ইন্দ্রনীল বলেন, “রাজের ছবির গল্প আর আমার চরিত্রটি কাজটি হাতে নিতে উদ্বুদ্ধ করেছে। আমার চরিত্রটিকে শুরু থেকে শেষ না হওয়া পর্যন্ত রহস্যে ঘেরা। গল্প যত এগোবে দর্শকরা ততই চমক দেখতে পাবেন।”

মে থেকে শাকিব, ইন্দ্রনীল, অপু, মিশা সওদাগর, আলীরাজসহ অন্য কলাকুশলীদের নিয়ে ছবিটির দৃশ্যধারণ শুরু হবে। ‘সম্রাট’-এর গল্প আর চিত্রনাট্যও তৈরি করেছেন রাজ নিজেই। ছবিটি প্রযোজনা করছে টাইগার মিডিয়া। সহ-প্রযোজনায় রয়েছে সিনেমাওয়ালা ও অর্কি প্রোডাকশন।

ইন্দ্রনীল এর আগে রেদওয়ান রনি পরিচালিত ‘চোরাবালি‘ চলচ্চিত্রে অভিনয় করেছেন।


মন্তব্য করুন