Select Page

পাঁচ সিনেমার শুটিংয়ে ব্যস্ত মিলন

পাঁচ সিনেমার শুটিংয়ে ব্যস্ত মিলন

টেলিভিশনের জনপ্রিয় মুখ আনিসুর রহমান মিলন বর্তমানে বড় পর্দায় ব্যস্ততম সময় কাটাচ্ছেন। সম্প্রতি মানবজমিন পত্রিকাকে তিনি জানিয়েছেন, বর্তমানে একসাথে পাঁচটি সিনেমার শুটিং করছেন। ছবিগুলো হলো: ‘ক্রাইম রোড’, ‘ওয়ানওয়ে’, ‘ভালবাসার গল্প’, ‘টার্গেট’ ও ‘ব্ল্যাকমেইল’।

এ ছবিগুলো প্রসঙ্গে মিলন বলেন, শুটিংয়ের জন্য প্রতিদিনই সময় দিতে হচ্ছে। টানা শুটিংয়ে মাঝে মাঝে খুব ক্লান্তি চলে আসে। তবে কাজ শেষ করার কথা যখনই মনে হয় আর ক্লান্তি থাকে না। এ ছবিগুলোর মধ্যে দুটি যোগ হয়েছে এ বছর। বাকি তিনটির গত বছর থেকেই কাজ চলছে। খুব শিগগিরই ছবিগুলোর কাজ শেষ হবে বলে তিনি আশা করছেন।

এ ছবিগুলো ছাড়াও মিলন চিত্র নায়িকা মৌসুমীর সাথে  “রাত্রীর যাত্রী” চলচ্চিত্রে অভিনয় করেছে। এ প্রসঙ্গে মিলন জানান, “মৌসুমী আপুর সঙ্গে অভিনয় করার ইচ্ছা ছিল। ‘রাত্রীর যাত্রী’ ছবির মধ্য দিয়ে সে ইচ্ছাটা পূরণ হয়েছে”।

মিলন বড় পর্দায় কাজ করতে গিয়ে শুরুতেই সাফল্যের মুখ দেখেছেন। জাজ মাল্টিমিডিয়ার “দেহরক্ষী” ও “অনেক সাধের ময়না” ছবিতে অভিনয়ের মাধ্যমে অনেকের দৃষ্টি আকর্ষন করেছেন তিনি।


অামাদের সুপারিশ

মন্তব্য করুন

ই-বুক ডাউনলোড করুন

BMDb ebook 2017

Coming Soon
বঙ্গবন্ধুর বায়োপিকের অভিনয়শিল্পী বাছাই কেমন হয়েছে?
বঙ্গবন্ধুর বায়োপিকের অভিনয়শিল্পী বাছাই কেমন হয়েছে?
বঙ্গবন্ধুর বায়োপিকের অভিনয়শিল্পী বাছাই কেমন হয়েছে?

Shares