Select Page

শুভ-মাহির ক্যারিয়ারে স্বস্তি হয়ে আসছে ‘ঢাকা অ্যাটাক’

শুভ-মাহির ক্যারিয়ারে স্বস্তি হয়ে আসছে ‘ঢাকা অ্যাটাক’

শুক্রবার মুক্তি পাচ্ছে ‘ঢাকা অ্যাটাক’। এ সিনেমার মাধ্যমে তৃতীয়বারের মতো পর্দা জুটি হিসেবে দেখা দিচ্ছেন আরিফিন শুভ মাহি। আর সিনেমাটি হতে পারে দুই তারকার ক্যারিয়ারের টানিং পয়েন্ট।

যদিও সাম্প্রতিক সময়ে বেশ কিছু আলোচিত সিনেমায় মুখ দেখিয়েছিলন শুভ। এবার পাচ্ছেন আরো বড় পরিসরে নিজেকে প্রমাণের সুযোগ। সিনেমাটি প্রথম সপ্তাহেই মুক্তি পাচ্ছে সোয়া একশ হলে। যা শুভর জন্য একটি রেকর্ড।

আর ‘ঢাকা অ্যাটাক’ নিয়ে যতটা আলোচনা হয়েছে তা অন্য ছবির ক্ষেত্রে তেমন করে হয়নি। শুনতে অবাক লাগলেও অন্য ছবি মুক্তির আগে নেগেটিভ প্রচারণার শিকার হলেও এবার তেমনটা হচ্ছে না শুভর ক্ষেত্রে। এ সিনেমা দিতে যাচ্ছে তাকে পুরোপুরি হাইপ তোলা হিরো ইমেজ।

অন্যদিকে জাজের সঙ্গে ঝামেলার পর বড় পরিসরে হাজির হচ্ছেন মাহি। ‘অগ্নি’র পর তাকে অপেক্ষা করতে হয়েছে প্রায় দুই বছর। মাঝে ‘অনেক দামে কেনা’ ও ‘কৃষ্ণপক্ষ’র পরিবেশনাগত সমস্যা থাকলে এবার তেমনটা হচ্ছে না। এছাড়া পুরোপুরি পপুলার সিনেমার ধাঁচে নির্মিত হয়েছে ‘ঢাকা অ্যাটাক’। ফলত রাজকীয়ভাবে ফিরছেন মাহি।

সব মিলিয়ে দুই তারকার জন্য আশির্বাদ হয়ে মুক্তি পাচ্ছে ‘ঢাকা অ্যাটাক’। আর যদি সিনেমাটি হিট করে শুধু দুই তারকা নয়, ঢালিউডও হাঁফ ছাড়বে। কারণ ঢালিউডে এ মুহূর্তে হিট তারকার মতো হিট সিনেমাও দরকার।


মন্তব্য করুন