Select Page

শুভ-মাহির ‘তুমি আমার প্রিয়া’, পরিচালক খোকন

শুভ-মাহির ‘তুমি আমার প্রিয়া’, পরিচালক খোকন

মাহির সঙ্গে বদিউল আলম খোকন শুরু করেছিলেন ‘হারজিৎ’ নামের সিনেমা। এবার ‘তুমি আমার প্রিয়া’তে যুক্ত হলেন আরিফিন শুভ। চলতি বছরের শেষের দিকে এর শুটিং শুরু হবে।

এ প্রসঙ্গে নির্মাতা যুগান্তরকে বলেন, ‘মাহি ও শুভকে নিয়ে নতুন ছবিটি নির্মাণ করতে যাচ্ছি। ওদের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি না করলেও এ বিষয়ে দুজনের সঙ্গেই চূড়ান্ত কথা হয়েছে। চলতি বছরের শুরুতেই শুটিং শুরু করার কথা ছিল; কিন্তু গল্পের পটপরিবর্তিত হওয়ায় তা আর সম্ভব হয়নি। আশা করি, এবার যথাসময়ে শুরু করতে পারব।’

এর আগে অগ্নি, ওয়ার্নিং ও ঢাকা অ্যাটাকে অভিনয় করেছেন শুভ ও মাহি। শেষ সিনেমাটি এখনো মুক্তি পায়নি।


আমাদের সুপারিশ

মন্তব্য করুন

ই-বুক ডাউনলোড করুন

BMDb ebook 2017

Shares