Select Page

শুরুতেই হোঁচট?

শুরুতেই হোঁচট?

শিশুশিল্পী হিসেবে প্রার্থনা ফারদিন দীঘির নামে চলতো সিনেমা। পেয়েছেন একাধিক জাতীয় পুরস্কার। অনেক বছর অপেক্ষার পর পূর্ণাঙ্গ নায়িকা হিসেবে অভিষেকেই যেন হোঁচট খেতে চলেছেন তিনি।

এক সময়ের হিট পরিচালক ও ঢালিউডের সর্বাধিক সিনেমার নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টুর হাত ধরে নায়িকা দীঘির আবির্ভাব হতে যাচ্ছে চলতি মাসের দ্বিতীয় শুক্রবার। কিন্তু পোস্টার ও ট্রেলার প্রকাশের পর মনে হচ্ছে ছবির নাম ‘তুমি আছো তুমি নেই’র মতো দীঘি থেকেও নেই যেন! আর যদি না-ই থাকতেন বেশি ভালো হতো।

ঝন্টু একে তো সময়ের সঙ্গে তাল মেলাতে ব্যর্থ, এর ওপর নির্মাণের ধারও কমেছে। মান্ধাতার আমলের গল্প ও আনাড়ি নির্মাণের ইশারা দিল দুদিন আগে প্রকাশিত ট্রেলার। স্বভাব নেতিবাচক মন্তব্য পাচ্ছে দীঘি। যদিও পরিচালক বলছেন, এর চেয়ে ভালো সিনেমা কেউ বানাতে পারবে না আজকাল। কিন্তু সেই কথা চিড়ে ভিজছে না।

ছবির ট্রেলার খুব বেশি দর্শক দেখেছেন তাও নয়। তবে সাড়ে তিনশ’ লাইকের বিপরীতে ২১শ’র বেশি ডিজলাইক পেয়েছে শুক্রবার রাত সোয়া নয়টা নাগাদ।

সব মিলিয়ে অভিষেকে সিনেমায় চমক জাগাতে না পারলে তার দায় বইতে বেড়াতে হবে দীঘিকে। এর আগে পূজা চেরি অভিষেকে যে চমক দেখিয়েছেন সময় নিয়ে একের পর এক ছবিতে তা বজায় রেখেছেন।

দীঘির শেষ হওয়া সিনেমার মধ্যে রয়েছে ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নির্ভর সিনেমাটি এখনো প্রদর্শনের অনুমতি পায়নি। এ ছাড়া বায়োপিক ‘বঙ্গবন্ধু’ আছে দীঘির হাতে। এর বাইরে শাপলা মিডিয়ার একাধিক ছবির কথা শোনা গেলেও কোনোটিতেই থাকছেন না এ নায়িকা। এ কারণে প্রথম ছবির ব্যর্থতায় হয়তো বেশিই ভুগতে হতে পারে। তবে দীঘি হয়তো এই ছবি থেকে শিক্ষা নিয়ে ছবির বাছাইয়ে আরও সচেতন হবেন।

‘তুমি আছো তুমি নেই’ ছবির দীঘির নায়ক আসিফ ইমরোজ। এর আগে ছবিটি ফিরিয়ে দেন সাইমন সাদিক ও বাপ্পী চৌধুরী। পোস্টার ও ট্রেলার বলছে দুই নায়কের সিদ্ধান্ত সঠিকই ছিল।


মন্তব্য করুন